ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে নগরীর মিশনপাড়াস্থ হোসিয়ারী সমিতি কমিউনিটি সেন্টারের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে এ মিছিল ও সমাবেশে মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদের নির্দেশে প্রায় সহস্রাধীক নেতাকর্মী ও সমর্থক নিয়ে যোগদান করে সদর থানা বিএনপির নেতাকর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপি নেতা খোরশেদ আলম, বিএনপি নেতা আক্তার হোসেন, বিএনপি নেতা মিজান আহমেদ, মোঃ রনি, আরমান হোসেন, অপু, শাকিল আহমেদ, শাহাদাত ও শাহআলম সহ আরও অনেকে।