শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

ফতুল্লা প্রজন্ম দলের সম্মেলন অনুষ্ঠিত

মাদক সন্ত্রাসী ভূমিদস্যুরা কমিটিতে স্থান পাবেন না: সলিমুল্লাহ্ করিম সেলিম

সিটি নিউজ / ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

মো: ইউসুফ চৌধুরী আহ্বায়ক ও ডা: মো: ফিরোজ আহম্মেদ ফিরোজ সদস্য সচিব নির্বাচিত

 

উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ফতুল্লা থানা প্রজন্ম দলের সম্মেলন। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে শহরতলীর দেওভোগ মাদরাসা বাজার এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিম ও প্রধান বক্তা হিসেবে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মো: এরশাদ আহম্মেদ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সলিমুল্লাহ্ করিম সেলিম তার বক্তব্যে বলেন, যারা সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত, মাদক, ভূমিদস্যুতার সাথে জড়িত তারা কোনভাবেই এ কমিটি স্থান পাবেন না। আমি এ জন্য আমার নেতৃবৃন্দদের প্রতি সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করছি। আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেতা জাকির খান সাহেব দীর্ঘদিন ধরে কারাগারে আছেন। আগামী ৭ জানুয়ারি তার মামলার রায় ঘোষণার কথা। আপনারা দোয়া করবেন, তিনি যেন এ মামলায় খালাস পেয়ে এ নারায়ণগঞ্জের মাটিয়ে এসে মহানগর বিএনপিকে আরও বেশি শক্তিশালী হিসেবে গড়ে তোলতে পারে।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা জানেন আমরা নারায়ণগঞ্জের প্রতিটি থানায় গিয়ে ত্যাগী নেতাদের খুঁজে খুঁজে বের করে তাদেরকে নিয়ে প্রজন্ম দলের কমিটি করে দিচ্ছি। কারণ, ত্যাগী নেতারাই হলো দলের মূল শক্তি।

অর্ন্তবর্তীকালিন সরকারের কাছে অনুরোধ জানিয়ে সলিমুল্লাহ্ করিম সেলিম বলেন, আপনারা আমাদের তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলাগুলো দ্রুত আইনি প্রক্রিয়ায় শেষ করুন। যাতে তিনি দ্রুত দেশে ফিরে জাতীয়তাবাদি দলের হাল ধরতে পারে। আর একটি বিষয় আপনারা যতদ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করুন। যততারাতারি নির্বাচন দিবেন, দেশের জন্য ততই মঙ্গল হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহম্মেদ বলেন, আমরা আওয়ামী লীগ থেকে দেশকে মুক্তি করেছি। আগামী দিনে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য ওই আওয়ামী লীগের ফ্যাসিস্টরা লুকিয়ে আছে, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই আপনারা হয় সুন্দর জীবন-যাপন করুন, নয়তো কুকুরের মত বেছে বেছে দেশ করাবো।

জাকির খান প্রসঙ্গে তিনি বলেন, নারায়ণগঞ্জে যার রাজনীতিতে সর্বস্তরের মানুষের ঢল সেই জনপ্রিয় নেতা জাকির খানকে আমাদের দলের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু অসাধু নেতারা তাদের স্বার্থসিদ্ধির জন্য একটি মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছে। আমরা ওই অসাধু নেতাদের চিহ্নিত করেছি, ওদের বিচার জনগণের সামনেই হবে, ইনশাআল্লাহ্।

বক্তব্য শেষে ফতুল্লা থানা প্রজন্ম দলের ৮৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিম।
মো: ইউসুফ চৌধুরীকে আহ্বায়ক ও ডা: মো: ফিরোজ আহম্মেদ ফিরোজকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে মোট ১৮ জনকে যুগ্ম আহ্বায়ক ও সদস্য পদে ৬৫জনকে রাখা হয়েছে। পরবর্তি ৯০ কার্যদিবসের মধ্যে ফতুল্লা থানাধীন সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির গঠন করার জন্য কমিটিকে নির্দেশনা দেয়া হয়েছে।

জেলা প্রজন্ম দলের সদস্য সচিব মো: রায়হান উদ্দিন জিল্লুর সার্বিক ব্যবস্থাপনায় ও যুগ্ম আহ্বায়ক মো: শাহজাহান সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রজন্ম দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: খোকন সানি ও সাবেক ছাত্রদল নেতা মো: হানিফসহ আরও অনেক নেতাকর্মী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই