নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত হওয়ায় অধ্যাপক মামুন মাহমুদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিকালে শহরের নারায়ণগঞ্জ প্রেসক্লাবে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও তুখোড় ছাত্রনেতা জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে তাকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় অধ্যাপক মামুন মাহমুদের সাথে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন।
এসময় অধ্যাপক মামুন মাহমুদ ও জিয়ার সাথে সাংগঠনিক বহু বিষয় নিয়ে কথাবার্তা হয়। এবং জিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন অধ্যাপক মামুন মাহমুদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারন সম্পাদক রাজু আহমেদ রাজন, মহানগর স্বেচ্ছাসেবক দল শাহীন আহমেদ, মো: সেলিম ও মো: সাজুসহ আরও অনেকে।