নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় মাসুকুল ইসলাম রাজীবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জেলা মৎস্যজীবী দল।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বিকালে শহরের মিশনপাড়াস্থ হোসিয়ারী ক্লাব ভবনে জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক এইচ এম হোসেনের নেতৃত্বে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাইফুল, সহ সাধারণ সম্পাদক মো মতি, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি সলিমুল্লাহ হৃদয়, বন্দর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো: হাসান মাহমুদ, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আল ফয়সাল বেপারি ও এনায়েতনগর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো তারেক শুভ সহ আরও অনেকে।