পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর যুবদল নেতা মো: সাইদুর রহমান সাইদ। শনিবার (২৯ মার্চ) দুপুরে গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে তিনি বলেন, আর মাত্র ২ একদিন পরই শুরু হচ্ছে আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর উপলক্ষে আমি আমার নেতা মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের পক্ষ থেকে সদর থানাসহ গোটা নারায়ণগঞ্জবাসীকে জানাই আন্তরিক প্রীতি ও প্রাণঢালা শুভেচ্ছ। এবারের ঈদ যেন সবচাইতে আনন্দমুখর হয়, সেই দোয়া করি।
এছাড়া তিনি বলেন, মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর বিএনপি নেতা মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে আমরা পূর্বের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ আছি। তার সাংগঠনিক দক্ষতা ও প্রজ্ঞায় মহানগর যুবদলের নেতাকর্মীরা অনেক বেশি সন্তুষ্ট। এছাড়া তিনি কর্মীবান্ধব নেতা হওয়ায় দিন যতই বাড়ছে ততই বেড়ে চলেছে মাজহারুল ইসলামের জনপ্রিয়তা। আমরা এ নেতার পেছনে থাকতে পেরে সত্যিই গর্ববোধ করি।
সাইদ বলেন, দীর্ঘ প্রায় ষোলটি বছর ধরে রাজপথে লড়াই সংগ্রাম করেছি। ডজন ডজন মামলা খেয়েছি, বাড়ী-ঘরেও ঠিকমত থাকতে পারেনি। সর্বশেষ জুলাই-আগস্টে রক্তক্ষয়ী আন্দোলন করে ফ্যাসিস্টদের বিতারিত করেছি। এ বিজয় আমাদের ধরে রাখতে হবে। এমন কিছু করা যাবে না যাতে করে বহুকষ্টে পাওয়া এ বিজয় ধূলিষাৎ হয়ে যায়। আমরা জনগণের দাবি নিয়ে আন্দোলন করেছি, আমরা সব সময়ই তাদের পাশে থাকতে চাই। আমাদের আচরণে যেন জনগণ মুগ্ধ হয় সেই ভাবেই আমাদের চলতে হবে।