রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

যেকোনো নৈরাজ্য রুখতে প্রস্তুত মহানগর বিএনপির নেতাকর্মীরা: মনির খান

সিটি নিউজ / ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: মনির হোসেন খান বলেছেন, যতদিন না দেশে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় না আসবে ততদিন মানুষের মন থেকে আতঙ্ক কাটবে না। কারণ, নির্বাচনের সময় যতই দীর্ঘ হবে ততই ওই ফ্যাসিস্টদের দোসররা নানা ষড়যন্ত্র করেই চলবে। তার প্রমাণ কিন্তু আমরা ইতোমধ্যেই পেয়েছি। সুতরাং দেশের মানুষের কথা ভেবে অর্ন্তবর্তীকালিন সরকারের উচিৎ হবে দ্রুত নির্বাচন দেয়া।

শুক্রবার (২৮ মার্চ) জুম্মার নামাজের শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মহানগর বিএনপিতে মতপার্থক্য ছিলো আছে থাকবে। কিন্তু দেশের স্বার্থে দলের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম আছি এবং থাকবো।

তিনি বলেন, এটা কোনভাবেই অস্বীকার করা যাবে না যে আমাদের কমিটি আসার পর মহানগর বিএনপি পূর্বে যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী সংগঠনে পরিনত হয়েছে। নারায়ণগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের যে কোন নৈরাজ্য রুখে দিতে মহানগর বিএনপির সকল নেতাকর্মীরা প্রস্তুত আছে। যদি তেমন কোন পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পেলে জুলাই-আগস্টের মত আবারও আমরা মাঠে নামার জন্যও সর্বদা প্রস্তুত আছি।

মহানগর বিএনপির এ প্রবীণ নেতা আরও বলেন, আমরা প্রায় দীর্ঘ ষোলটি বছর মামলা-হামলায় জর্জরিত ছিলাম। বাড়ীতে থাকতে পারেনি, রাতে ঘুমাতে পারেনি। আমরা এ দুর্বল শরীর নিয়েও আমাকে ষোলটি বছর হয়রানির শিকার হতে হয়েছে। আজ অনেকেই বড় বড় কথা বলেন। যারা বড় বড় কথা বলেন তাদের উদ্দেশ্যে বলছি, আরে ভাই কোথায় ছিলেন তখন? কল দিয়েওতো মিছিলে আনতে পারিনি। আজ নিজেদের অনেক বড় নেতা বলে দাবি করেন। ভাই এগুলো ছাড়েন। বিএনপি রাজনীতি করতে চান ভালো কথা, ত্যাগীদের সামনে রেখে রাজনীতি করুন আমাদের কোন সমস্যা নাই। কিন্তু আপনাদের আচরণে যদি ত্যাগীরা ব্যথা পায়, তাহলে কিন্তু আপনাদের ছেড়ে কথা বলবো না। সুতরাং এখনও সময় আছে সাবধান হয়ে যান। ল্যাং মাইরেন না।

মনির খান সর্বশেষ নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, সামনে ঈদ উল ফিতর। এ ঈদে সবাই যাতে মিলেমিশে আনন্দ করতে পারে সেই কামনা করছি। আমি নারায়ণগঞ্জবাসীকে মহানগর বিএনপির পক্ষ থেকে জানাই ঈদের আগাম শুভেচ্ছা, ঈদ মোবারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই