রূপুরে বেশি দামে খেজুর বিক্রির অভিযোগে তিন দোকানির জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১৬ মার্চ) সকালে নগরীর সিটি বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক আজাহারুল ইসলাম।
এসময় তিনি বিভিন্ন দোকানে গিয়ে ভাউচারসহ অন্য কাগজপত্র দেখেন। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং ক্রয়-বিক্রয় ভাউচার না থাকায় তিন খেজুর বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আজাহারুল ইসলাম বলেন, কয়েকদিন থেকে বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রংপুর সিটি বাজারে অভিযান পরিচালনা করা হয়। প্রথম দিন হওয়ায় সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। এরপর অভিযান পরিচালনায় এরকম অভিযোগ পাওয়া গেলে ভোক্তার ধারা অনুযায়ী যা জরিমানা এবং দণ্ড দেওয়া হবে।