সিটি নিউজ: নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন আমি একটা জিনিস বিশ্বাস করি রাজনীতি করতে গেলে যদি কথা বলতে হয় তাহলে সত্য বলতে হবে রাজনীতির পরে যদি আমার কোন পেশা ভালো লাগে সেটা হচ্ছে সাংবাদিকতা সাংবাদিকতা পেশা আমি মনে করি আমি কে সেটা আপনার দেখার বিষয় না দুই ধরনের সাংবাদিকতা এখন আছে বাংলাদেশ একটা হচ্ছে নিউজ তৈরি করে আরেকটা হচ্ছে সত্যকে প্রকাশ করে আর সত্য প্রকাশ করাই উচিত বলে আমি মনে করি আর যারা সত্য প্রকাশ করতে যাবেন তাদের পায়ের তলে কিন্তু কাটা লাগবেই এবং আঘাত আসবেই এটা স্বাভাবিক ব্যাপার আমি মনে করি তারাই সামনে এগিয়ে যাবেন এই পথ অনেক কঠিন বাট আলটিমেটলি তারা এগিয়ে এগিয়ে যাবেনি কারণ সত্যকে কেউ আটকে রাখতে পারেন
বুধবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এনএএন টিভি বিডি ডটকম অনলাইন নিউজ পোর্টালের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তি একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতী লীগের সভাপতি ইন্জিনিয়ার শওকত আলী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দও, এনএএন টিভির ডিরেক্টর খাদেম মোঃ সানাউল্লাহ, এনএএন টিভির ব্যাবস্হাপনা পরিচালক সাবিহা মুবাশশির নিলয়ের সভাপতিত্বে এ-সময় আরও উপস্থিত ছিলেন এনএএন টিভির চেয়ারম্যান আনোয়ার হোসেন রিকু, সিইও গিয়াস উদ্দিন মন্টু সহ পোর্টালের কলা কুশলিরা।