গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদ বন্দর উপজেলা শাখার আহ্বায়ক মো: আরমান গাজী রাসেলের বিরুদ্ধে মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করায় নিন্দা জানিয়েছে গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা।
রোববার (২৩ মার্চ) দুপুরে গণমাধ্যমকর্মীদের দেয়া এক বিবৃতিতে এ নিন্দা জানান গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলে রাব্বি প্রধান।
বিবৃতিতে তিনি জানান, মো: আরমান গাজী রাসেল একজন সৎ নিষ্ঠাবান এবং সাহসী নেতা। তিনি যে কোন অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিবাদী কন্ঠস্বরও বটে। তাই এ প্রতিবাদের কারণে নানা সময়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে থাকে। এ অপপ্রচারটা হতে পারে সেই ষড়যন্ত্রেরই অংশ। মূলত তার প্রতিবাদী কন্ঠস্বরকে দমিয়ে রাখতেই কুচক্রিমহল সাংবাদিকদের ভুল ও মিথ্যা তথ্য দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করছে। আমরা তথা গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা এ মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরও জানান, বন্দরের লক্ষনখোলায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে যে ঘটনা ঘটেছে ওই সময় মো: আরমান গাজী রাসেল সেখানে উপস্থিতই ছিলেন না। আরমান গাজী কোন ধরনের দখলদারিত্ব বা চাঁদাবাজীর সাথে জড়িত নয়। অথচ সংবাদে তাকে দখলবাজ ও চাঁদাবাজ বানানোর অপচেষ্টা করা হয়েছে। তিনি যেহেতু যুব অধিকারের সাথে জড়িত, সেহেতু এ ধরনের সংবাদ প্রকাশ করে আমাদের প্রাণপ্রিয় সংগঠনের ভাবমুর্তি ক্ষুন্ন করার চেষ্টা করা হয়েছে বলে আমরা মনে করি। আমরা এ মিথ্যা সংবাদকে প্রত্যাখ্যান করছি। পাশাপাশি আমরা সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করবো, দয়া করে যে কোন সংবাদ প্রকাশের পূর্বে একটু যাচাই বাছাই করে দেখবেন। কারণ, আপনাদের সংবাদের কারণে যাতে কোন নিরাপদ ব্যক্তি বা সংগঠনের ভাবমুর্তি নষ্ট না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন।