শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

রূপগঞ্জকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে ওসিকে সেলিম প্রধানের স্মারকলিপি

সিটি নিউজ / ৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

রূপগঞ্জকে সন্ত্রাস-মাদকমুক্ত করতে পুলিশের নিকট স্মারকলিপি প্রদান করেছেন ওয়ান ফ্যামিলির জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান। রবিবার (১০ নভেম্বর) দুপুরে রূপগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলীর কাছে স্মারকলিপি প্রদান করেন সেলিম প্রধান।

স্মারকলিপি দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সেলিম প্রধান বলেন, রূপগঞ্জ মাদকমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও সন্ত্রাসমুক্ত হবে। তবে এর জন্য চাই সকলের সহযোগিতা। যারা রাজনীতি করেন তাদের বলবো, দেশকে ভালোবাসেন জনগণকে ভালোবাসেন। তবে ক্ষমতা আর দেখাইয়েন না। রূপগঞ্জ থানার ওসি পুরো রূপগঞ্জের সবকিছুর দায়িত্বে থাকেন । উনাকে যদি আমরা সবাই সাপোর্ট না করি, উনি ঠান্ডা মাথায় কাজ করতে পারবেন না। উনার উপর ক্ষমতা খাটানোর মত ঘটনা যাতে আর না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। পুলিশ কর্মকর্তাকে ফোন করে আপনি থ্রেট দেবেন হুমকি দিবেন ধামকি দিবেন, এই কাজগুলো করা যাবে না। বাংলাদেশ কোনদিন আর আগের জায়গায় ফেরত যাবে না।

তিনি বলেন, আমার দেখা বিগত ১৫ বৎসর ওসিদের চেয়ে বর্তমান ওসি খুবই ভালো,ওনাকে দিয়েই আগামীর রূপগঞ্জকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত পেশিশক্তির বিরুদ্ধে কাজ করবেন বলে বিশ্বাস করি, আগামিতে রূপগঞ্জকে বেষ্ট কিছু উপহার দিবেন। উনি রূপগঞ্জের সর্বশ্রেষ্ঠ ওসি।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন বলেন, সেলিম ভাই আমাদের কাছে একটি স্বারকলিপি প্রদান করেছেন। ওনার স্বারলিপি হাতে পেয়েছি, ওনার সমস্যা গুলো আইনের মাধ্যমে সমাধান করা হবে। রূপগঞ্জে কোন মাদক, সন্ত্রাস থাকবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই