মহান বিজয় দিবস উপলক্ষে লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দল। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে চাষাঢ়া বিজয়স্তম্ভে পূষ্পার্ঘ্য অর্পন করে এ শ্রদ্ধা নিবেদন করে বিএনপির সহযোগী এ সংগঠন।
এর আগে সকালে একটি বিজয় র্যালিও করে শ্রমিক দলের নেতাকর্মীরা। র্যালিটি ফতুল্লা থানাধীন শিবুমার্কেট এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক প্রদক্ষিণ করে চাষাঢ়া বিজয়স্তম্ভে এসে শেষ হয়। পরে সেখালে পূষ্পার্ঘ্য অর্পন করে লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, কুতুবপুর ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর আলম, কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আহাম্মদ আলী, ৯নং ওয়ার্ড শ্রমিক দলের সাবেক আহ্বায়ক এসএ মামুন, শ্রমিক দল নেতা মো: রবিউল ইসলাম, মো: আবু বক্কর সিদ্দিক প্রমূখ।