বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

লাঙ্গলবন্দে পুণ্যার্থীদের সেবায় না.গঞ্জ ঐক্য পরিষদ

সিটি নিউজ / ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

হিন্দু ধর্মালম্বীদের দু’দিনব্যাপী মহাষ্টমী পুণ্যস্নান উৎসব শুরু হয়েছে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দের আদি ব্রহ্মপুত্র নদের তীরে এ স্নানোৎসব পালিত হচ্ছে। সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটে শুরু হওয়া পুণ্যস্নানের লগ্ন শেষ হবে মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেল ৪টা ৫৬ মিনিটে। এ পূণ্যস্নানে ভারত, নেপাল, শ্রীলংকা ও ভুটানসহ দেশি বিদেশি কয়েক লাখ পুণ্যার্থী স্নানোৎসবে অংশগ্রহণ করছেন।

এদিকে স্নানোৎসবকে ঘিরে সোমবার (১৫ এপ্রিল) থেকে পুণ্যার্থীদের সার্বিক খোঁজ খবর সহ বিভিন্ন সেবা করে যাচ্ছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দরা। এসময় তাদের সাথে আরও উপস্থিত ছিলেন, বন্দর ও সোনারগাঁ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা। তারা ব্রহ্মপুত্র নদের তীরে গড়ে উঠা বিভিন্ন মন্দির, স্নানঘাট ও সেবাক্যাম্প পরিদর্শন করেন। শুধু তাই নয়, নেতৃবৃন্দরা পুণ্যার্থীদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সেবা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অশোক সরকার, কোষাধ্যক্ষ পিন্টু রায়, মহানগরের সহ সভাপতি বিকাশ সাহা, সাংগঠনিক সম্পাদক অরুন দেবনাথ, বিপ্লব কুন্ডু, নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমন, সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগরের সভাপতি এড. অঞ্জন দাস,সাধারণ সম্পাদক রিপন কর্মকার, সোনারগাঁ উপজেলার সাধারণ সম্পাদক সহদেব দাস শিশির, বন্দর উপজেলার সভাপতি হরি সাহা, সাধারণ সম্পাদক সুজন দাস, আড়াইহাজার উপজেলার সভাপতি হারাধন দে, মহানগরের সহ সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সাহা, অজয় সুত্রধর, ১৪নং ওয়ার্ড ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জিত দাস, মহানগরের নেতা তপন ঘোষ, জয়ন্ত সাহা পিংকু, গৌতম দত্ত, জীবন সাহা, ভবন বর্মন, হিরন দাস, সুনীল দাস, বিপুল পোদ্দার, শংকর দে, সুমন ঘোষ, সজল রাজবংশী, বন্দর যুব ঐক্য পরিষদের সভাপতি তুলশী ঘোষ, সাধারণ সম্পাদক জিতু দাস, সোনারগাঁ যুব ঐক্য পরিষদের সভাপতি রাজীব দাস, সাধারণ সম্পাদক লিটন ভৌমিক, শরৎ দাসসহ নেতৃবৃন্দ।

 

আরও পড়ুন: নানা আয়োজনে না.গঞ্জ ঐক্য পরিষদের বর্ষবরণ

 

প্রসঙ্গত, ‘হে মহা ভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য আমার পাপ হরণ কর’-এ মন্ত্র উচ্চারণ করে পাপ মোচনের আশায় ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীরা স্নানোৎসবে অংশগ্রহণ করছেন। স্নানের লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পুণ্যার্থীরা বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে পুণ্যস্নানে আদিকাল থেকেই অংশ করছেন।
সুদীর্ঘকাল ধরে পরশুরামের পাপ থেকে মুক্তি হওয়ার কথা স্মরণ করে কয়েকশত বছর ধরে লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই