বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড অক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)’র সভাপতি মো: হাতেম বলেছেন, জেলা পরিষদ থেকে লিজ নিয়ে চাষাঢ়া থেকে পঞ্চবটি মোড় পর্যন্ত রাস্তার পাশে যে দোকানপাটগুলো গড়ে তোলা হয়েছে সেগুলোকে অবমুক্ত রাস্তা সম্প্রসারণের জন্য আমি ডিসি সাহেবকে অনুরোধ করেছি। ডিসি সাহেবকে বলেছি, যতদ্রুত সম্ভব এ সমস্ত দোকানপাটগুলো অবমুক্ত করে সড়ক গড়ে তোলার জন্য। সেক্ষেত্রে আমাদের যদি কোন ভূমিকা পালন করা লাগে আমাকে বলবেন, আমি সেখানেও কাজ করব এটা নিয়ে। এ ব্যাপারে সবাইকে সোচ্চার হওয়ার জন্য আমি আহ্বান করছি। আমি বিশ্বাস করি, এই জায়গাটাকে যদি অবমুক্ত করতে পারি তাহলে চাষাঢ়া পঞ্চবটি রুটে যানজট থাকবে না।
শুক্রবার (২৮ মার্চ) বিকালে বিকেএমইএ’র এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। মাহে রমজানে ট্রাফিকের দায়িত্বে থাকা ছাত্র-জনতাদের নিয়ে ওই ইফতার মাহফিলের আয়োজন করে বিকেএমইএ।
এসময় উপস্থিত ছিলেন, বিকেএমইএ’র ভাইস প্রেসিডেন্ট মোরশেদ সারোয়ার সোহেল ও ট্রাফিক পুলিশের টিআই আব্দুল করিম শেখসহ আরও অনেকে।