শেখ হাসিনা ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে দ্বিতীয় দিনেও অবস্থান কর্মসূচি পালন করেছে জাকির খান মুক্তি পরিষদ। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকাল থেকেই শহরের ২নং রেলগেটস্থ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির সাবেক কার্যালয়ের সামনে সহ শহরের বিভিন্ন পয়েন্টে এ অবস্থান কর্মসূচি পালন করে জাকির খান মুক্তি পরিষদ।। কেন্দ্র ঘোষিত দুই দিনের অবস্থান কর্মসূচির মধ্যে এটি ছিলো তাদের দ্বিতীয় দিন অর্থ্যাৎ শেষ দিনের কর্মসূচি।
এদিন অবস্থান কর্মসূচির পাশাপাশি শহরের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিলও করে ‘জাকির খান মুক্তি পরিষদ’র নেতাকর্মীরা। এসময় মিছিল থেকে শেখ হাসিনার বিচার দাবিসহ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের। তাদের শ্লোগানে শ্লোগানে প্রকম্পতি হয়ে ওঠে শহর। পরে তারা শহরে বিভিন্ন পয়েন্টে অবস্থান করে। এসব পয়েন্টে মধ্যে উল্লেখযোগ্য পয়েন্ট হলো, মন্ডলপাড়া, বাস স্ট্যান্ড, বন্দর খেয়াঘাট, ডিআইটি ইত্যাদি।
জাকির খান মুক্তি পরিষদের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ১নং যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক মির্জা খোকেন, মো: শাহজাহান, মো: নাসির, মো: সেন্টু, সদস্য মো: মহিউদ্দিন, মো: আহম্মদ হোসেন, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিংকন খান, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক এইচএম হোসেন, জাকির খান মুক্তি পরিষদ নেতা আমিনুল ইসলাম, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি পারভেজ মল্লিক, অ্যাডভোকেট রাজীব মন্ডল, লিমন ভূঁইয়া, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাঞ্চন আহমেদ, স্বেচ্ছাসেবক দল নেতা শুক্কুর আলী বেপারী, মো: কালাম, মো: কাইয়ূম ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজসহ আরও অনেকে।