মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের নেতৃত্বে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের দেওভোগ আখড়ার মোড় এলাকা থেকে জাকির খানের পক্ষে এ র্যালিটি বের করা হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান।
এদিকে মহান বিজয় দিবসকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন এইচ এম হোসেন। এদিন সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের আওতাধীন বিভিন্ন থানা, ইউনিয়নের পাড়া মহল্লা থেকে হাজার হাজার নেতকর্মী ও সমর্থক খন্ড খন্ড মিছিল নিয়ে দেওভোগ আখড়ার মোড় এলাকায় জড়ো হয়। সকল নেতাকর্মীরা উপস্থিত হওয়ার পর সেখান থেকে এইচ এম হোসেনের নেতৃত্বে বের করা হয় একটি বিশাল র্যালি। র্যালিতে থাকা হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা জাতীয় পতাকাসহ রঙ বেরঙয়ের ব্যানার ফ্যাস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে ‘আজকের এ দিনে জিয়া তোমায় মনে পড়ে, স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও ছালাম’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় হাজার হাজার নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা নগরী। পরে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহানগর বিএনপির সাবেক কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন ইমরান, সিনিয়র সহ সভাপতি মুন্সী মো: শাহজালাল, সহ সভাপতি আজিজুল হক, মো: ফজলু, সলিম উল্লাহ্ হৃদয়, মো: হাসান মাহমুদ, রবিন শেখ, যুগ্ম সাধারন সম্পাদক মো: সাইফুল মো: মতিউর রহমান, আ: ছালাম জসিম, মো: ইদ্রিস মিয়া, মো: এরশাদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল আমিন হৃদয়, সহ সাংগঠনিক সম্পাদক মো: ফয়সাল বেপারী, মো: তারেক হাসান শুভ, মো: সেলিম আহাম্মেদ, প্রচার সম্পাদক শাকিল আহম্মেদ সোহাগ, সহ প্রচার সম্পাদক মো: হাবিব দেওয়ান, ধর্ম বিষয়ক সম্পাদক আ: রহমান তৈয়বী, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মো: ইসাক খান, সদস্য মো: শাহ আলম, হাজী আবু বক্কর সিদ্দিক, আনোয়ার হোসেন বেপারী, আব্দুর রশিদ, মো: মফিজ মাহি, মো: রুহুল আমিন, সৈকত হাওলাদার, মো: আল আমিন, মো: আব্দুর কাদের ও মো: জয়নাল আবেদীন সরকারসহ আরও অনেকে।