নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিমের মায়ের মৃত্যুতে শোক সমবেদনা জানাতে তার বাড়ীতে ছুটে গিয়েছেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দরা। রোববার (০৯ মার্চ) দুপুরে শহরের তাঁতীপাড়াস্থ আদর্শগ্রাম এলাকায় সেলিমের বাসভবনে যান তারা।
এসময় সেলিমকে শান্তনা দেন নেতৃবৃন্দরা। পরে তার মায়ের আত্মার মাগফিরাত ও নাজাত কামনায় দোয়া চেয়ে মোনাজাত করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুুল জব্বার, বিশিষ্ট ব্যবসায়ী শহিদ বাঙালী, বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল, সদর পশ্চিম থানা আমীর অ্যাডভোকেট আক্তার হোসেন ও সদর পূর্ব থানা আমীর হাবিবুর রহমান মল্লিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।