হৃদম প্লাজা গ্রে থান কাপড় মালিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে শহরের মিন্নাত আলী (র:) মাজার সংলগ্ন হৃদম কমিউনিটি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওভোগ পোষাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি বিশিষ্ট সমাজ কবির হোসেন খান।
দোয়া মাহফিলে হৃদম প্লাজার সকল থান কাপড় মালিকসহ সকল ব্যবসায়ীদের কল্যান কামনার পাশাপাশি দেশবাসীর সুখ সমৃদ্ধি কামনা করা হয়। দোয়াটি পরিচালনা করেন, মোহাম্মদ আহনাফ রহমান জিহাদ।
হৃদম প্লাজা গ্রে থান কাপড় মালিক সমিতির সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে ও মো: রায়হান গফুর রাজনের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, দেওভোগ পোষাক প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক মো: মহসিন, শাহীন আহমেদ, মো: সেলিম, মো: সাজু, হাজী মোহাম্মদ সোহেল, রাজু আহমেদ রাজন, মো: জাকির হোসেন, মো: সাইফুল ইসলাম, শাহিনুর ইসলাম সুমন, মো: মোজাম্মেল হোসেন, লিখন, লিমন ভূঁইয়া, মো: সানু, মো: রমজান প্রমূখ।