বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

সন্ত্রাসীমূলক কাজ করে নির্বাচনকে বন্ধ করা যাবে না : ইসি আলমগীর

সিটি নিউজ / ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন বলেছেন, ‘যেকোন সন্ত্রাসীমূলক কাজ করে নির্বাচনকে বন্ধ করা যাবে না। আমাদের লাখ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। আমরা আশা করি এবার ভালো ভোট উপস্থিতি হবে। এবার অনেক প্রার্থী রয়েছেন, তাদের মধ্যে ভালো প্রতিযোগীতা হবে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে, বাংলাদেশের নির্বাচনের অবস্থা ভালো আছে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে এবং জাতি অত্যন্ত উৎসবের সাথে নির্বাচনে অংশগ্রহন করবে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলার রিটার্নিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমাদের এই কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে সব নির্বাচনেই ভোটের দিন ব্যালট বক্স পাঠানো হয়েছে। অন্তত এই কথা কেউ বলার সুযোগ পাবে না, যে আগের রাতেই ভোট হয়েছে। আপনারা বিনা দ্বিধায় ভোট কেন্দ্রে যাবেন, আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। স্বাধীন ভাবে ভোট দিবেন।’
মন্ত্রী গাজীর বাড়িতে টাকা বিলি করার বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমাদের নজরে আসেনি। বিষয়গুলো আপনারা সহকারি রিটার্নিং কর্মকর্তা আছে তার নজরে আননু, তাদের ক্ষমতা দেওয়া আছে। তারা যদি ব্যবস্থা না নেয়, তাহলে আমাদের কাছে পাঠান, আমরা ব্যবস্থা নিবো।’

সাংবাদিকদের এই নির্বাচন কমিশনার বলেন, ‘আপনারা কোন কেন্দ্রে কোন অপ্রিতিকর কিছু দেখলে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠান, ওনারা ব্যবস্থা নিবেন। সব গণমাধ্যম সবসময় সঠিক খবর দেয়, তাও না। সোশাল মিডিয়ায় যেটা হয়, বেশির ভাগ এডিটেড জিনিস থাকে। দেখা যাবে কোন এক ইউনিয়ন পরিষদ নির্বাচনের দৃশ্য এডিট করে জাতীয় নির্বাচনে চালিয়ে দিসে। তবে, আপনাদের পাঠানো তথ্যটা আমরা তদন্ত করবো। যদি সত্য হয় তখন দেখেন যে ব্যবস্থা নেই কিনা।’
প্রচার প্রারণায় বাধা এবং ভোটের উপস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘আইন সবার জন্য সমান। সবাই সমান ভাবে নিজ নিজ প্রচার করতে পারবেন। কেউ যাতে কাউকে কোন রকমের বাধা না দেয়। এছাড়া আমাদের র‌্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রেট মাঠে আছে। নির্বাচনের হাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। আনন্দমুখর পরিবেশেই শুরু হয়েছে। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি যাবে, ভোট দেওয়ার জন্য তাদের উদ্বুদ্ধ করবে।’
আলমগীর হোসেন বলেন, নির্বাচনে কারা কারা এজেন্ট হবেন তার তালিকা স্বাক্ষরসহ, আগে থেকে রিটার্নিং কর্মকর্তার নিকট দিতে হবে। কোন এজেন্টকে বের করে দেওয়া যাবে না। কোন এজেন্ট যদি অনুপস্থিত থাকে সেটাও রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে। বারে বারে ঝড় এসে ঘর ভেঙ্গেছে দেখে এবারও ঘর ভাঙ্গবে তা নয়, এবার ঘর অনেক মজবুত।
এসময় জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই