বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

সকল প্রকার ব্যানার ফেস্টুন ও পুলিশবক্সসহ অবৈধ দোকানপাট উচ্ছেদ

সাইনবোর্ডে প্রশাসনের ব্যাপক অভিযান

সিটি নিউজ / ৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫

সাইনবোর্ড এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। এসময় সড়কের পাশে থাকা বিভিন্ন ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড অপসারন করা হয়। বুধবার (১২ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোনাব্বর হোসেন ও সহকারী কমিশনার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খানের নেতৃত্বে এ অভিযান পরিচালন করা হয়।

জানাগেছে, গত ১১ মার্চ আইনশৃঙ্খলা কমিটির সভায় নারায়ণগঞ্জকে একটি পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন শহর হিসেবে গড়ে তুলতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচীর ঘোষণা দেয়া হয়। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় সেই কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

এদিন রোডস এন্ড হাইওয়ে, হাইওয়ে পুলিশের সহযোগীতায় সাইনবোর্ড এলাকা ও এর আশপাশ এলাকা থেকে বিপুল পরিমান সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন অপসারন করা হয়। পাশাপাশি সাইনবোর্ড ফুটওভারব্রিজ থেকে সকল প্রকার হকারদের সরিয়ে দেয়া হয় এবং ফুটওভারব্রিজ সংলগ্ন রাস্তার পাশে থাকা পুলিশ বক্স অপসরণ করা হয়। এছাড়া সড়ক দখল করে গড়ে উঠা ১৩টি অবৈধ দোকান অপসারণ করা হয়। এ অভিযানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনও প্রশাসনকে সহযোগীতা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই