প্রয়াত হয়েছেন নারায়ণগঞ্জের ‘সাহসী সাংবাদিক’ খ্যাত দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক মো: তোফাজ্জল হোসেন । বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকাল সোয়া ৮টার দিকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বাদ আসর ডিআইটি জামে মসজিদে প্রথম জানাযা এবং বাদ এশা কাশীপুর ঈদগাহ মসজিদে দ্বিতীয় জানাযা শেষে পাইকপাড়া বড় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে অনলাইন নিউজ পোর্টাল ‘সিটি নিউজ টুয়েন্টি ফোর ডট নেট’ পরিবার। গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকাশক মিলন বিশ্বাস হৃদয় এ শোক প্রকাশ করেন।
শোক বার্তায় তিনি বলেন, তোফাজ্জল হোসেন অত্যন্ত প্রতিভাবান এবং সাহসী সাংবাদিক ছিলেন। সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত দক্ষতা ও একাগ্রতা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জ সাংবাদিকতা জগতের অপূরণীয় ক্ষতি হলো। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি তার শোক সন্তুপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।