মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

সিদ্ধিরগঞ্জে সহস্রাধীক দুস্থরা পেল জাকির খানের ঈদ উপহার

সিটি নিউজ / ২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের বার্মস্ট্যান্ড এলাকায় প্রায় সহস্রাধীক দুস্থ ও অসহায়দের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষে মহানগর ছাত্রদল নেতা ইরফান ভূঁইয়া এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, সাবেক জেলা ছাত্রদল নেতা শেখ সালেহ আহমেদ রনি।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দেলোয়ার হোসেন খোকন বলেন, জাকির খান একজন জনদরদি জনবান্ধব নেতা। কারণ, তিনি যেখানেই যে অবস্থাতেই থাকুন না কেন নারায়ণগঞ্জে গরীব দু:খী মানুষের কথা তিনি কখনই ভুলে যান নি। এবারও তাই হয়েছে। তিনি কারাগাড়ে থাকা সত্বেও আমাদের কড়াকড়ি নির্দেশ দিয়েছেন আমরা যেন আপনাদের তথা গরীব দু:খী মানুষের পাশে থাকি। এমন মহান নেতা বার বার জন্মায় না।

শেখ সালেহ আহমেদ রনি বলেন, নারায়ণগঞ্জে জাকির খানের মত ত্যাগী নেতা নাই বললেই চলে। কেননা, জাকির খান তার বর্ণাঢ্য জীবনের বেশিরভাগ সময়ই দলের জন্য কারানির্যাতিত থেকে শুরু করে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। কিন্তু কখনো কোনদিন ওই ফ্যাসিস্টদের সাথে আঁতাঁত করেন নি। শত শত মামলা হামলায় জর্জরিত হয়েছেন কিন্তু ওদের কাছে কখনো মাথা নত করেন নি। এমন নেতার পিছনে থাকতে পেরে সত্যি নিজেকে ধন্য মনে করছি। আপনারা আমাদের এ নেতার জন্য দুহাত তোলে মহান আল্লাহ্ পাকের দরবারে দোয়া করবেন। যেন ওনি সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে খুব শীঘ্রই আপনাদের মাঝে ফিরে আসতে পারে।

ছাত্রদল নেতা ইরফান ভূঁইয়া বলেন, আমার প্রাণপ্রিয় নেতা জাকির খানের পক্ষে আজ আপনাদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে পেরে সত্যিই আমি আনন্দিত। আপনারা জাকির খানের জন্য দোয়া করবেন। আর আমাদের এ ৬নং ওয়ার্ড যেন ভালোভাবে মানুষ বসবাস করতে পারে আপনারা সেই দোয়াও করবেন। আমি এ ওয়ার্ডে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছি। আপনারাতো জানেন, বিগত দিতে আওয়ামী লীগ সন্ত্রাসীরা এ ওয়ার্ডে কিভাবে সন্ত্রাসী, চাঁদাবাজী আর হানাহানি করছে। আমি আমার এ ৬নং ওয়ার্ডকে এমনভাবে প্রতিষ্ঠিত করতে চাই, যেন আগামী দিনে নারায়ণগঞ্জের ২৭টি ওয়ার্ডের মধ্যে এ ওয়ার্ডটি শান্তির প্রতীক কিংবা আইডল হিসেবে বিবেচিত করে।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী দেলোয়ার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহানগর গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ এজাজ আহমেদ, ফতুল্লা থানা বিএনপি নেতা মো: কামাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা ওমর ফারুক জনি, মেজবা ভূঁইয়া, সাকিব মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা শামীম আলম সাজিদ, সিফাত হোসেন, শিমুল প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই