বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

সেলিম ও শামীম ওসমানকে পাশ করাতেই হবে: শংকর কুমার দে

রিপোটারের নাম / ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

সিটি নিউজ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমানকে বিজয়ী করার লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৭ ডিসেম্বর) দুপুরে শহরের চাষাড়াস্থ শ্রী শ্রী গোপাল জিউর বিগ্রহ মন্দিরে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে বলেন, দল মত নির্বিশেষে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী বিশেষ করে নারায়ণগঞ্জ- ৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানকে পাশ করাতেই হবে। এ পরিবারটি আমাদের হিন্দু সম্প্রদায়ের পাশে সব সময় ছায়া হয়ে থাকে। যে কোন সমস্যায় এই ওসমান পরিবার আমাদের পাশে এসে দাঁড়ায়। তাই তারা নির্বাচিত হলে আমাদের হিন্দু সম্প্রদায়ের জন্য অনেক ভালো হবে।
সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন বলেন, নারায়ণগঞ্জ -৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমানকে দলমত নির্বিশেষে আমরা হিন্দু সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। মনে রাখবেন দল যার যার সেলিম ওসমান সবার। ওসমান পরিবার আছে বলেই নারায়ণগঞ্জে হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে বসবাস করতে পারছি। তিনি আমাদের লাঙ্গলবন্দসহ শারদীয় দুর্গাপূজা থেকে শুরু প্রতিটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান গুলোতে সর্বাত্মক সহযোগিতা করে থাকে। ওসমান পরিবার আমাদের উপর ছায়ার মতো আছেন।
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাসুদেব চক্রবর্তী, পরিতোষ কান্তি সাহা, মহাতীর্থ লাঙ্গলবন্দ পূর্ণ স্নান উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা, সাধারণ সম্পাদক সুজিত কুমার সাহা, বাংলাদেশ ইয়াং মার্চের সভাপতি লিটন সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, সহ- সভাপতি সাংবাদিক উত্তম সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, মহানগরের সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, নতুন পালপাড়া পূজা কমিটির সাধারণ সম্পাদক রিপন ভাওয়াল, জেলা পূজা উদযাপন পরিষদের সহ- সভাপতি তিলোত্তমা দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, অশোক দাস, শোভন দাস, কোষাধ্যক্ষ শা‌ন্তি দাস, প্রচার সম্পাদক তপন গোপ সাধু, দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল, সহ- প্রচার সম্পাদক তারেক দাস, সদস্য লক্ষণ বিশ্বাস, বিপ্লব সাহা, বিজয় দাস, রাজিব রায় রাজু, ভক্ত দাস, ভোলানাথ সাহা বিজয়, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ- সভাপতি হিমাদ্রি সাহা হিমু, রতন পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক শংকর রায়, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য, সুব্রত সাহা, সহ- সাংগঠনিক সম্পাদক সঞ্চয় সাহা, কোষাধ্যক্ষ তপন ধর, সদস্য রাজিব দাস ভৌমিক, প্রচার সম্পাদক রিপন ঘোষ, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ মন্ডল, সিদ্ধিরগঞ্জের সভাপতি শিশির ঘোষ অমর, সাধারণ সম্পাদক খোকন বর্মণ, যুগ্ম সম্পাদক রিপন রুদ্র, বন্দর লালজী মন্দিরের মহারাজ, জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগর যুব পরিষদের আহ্বায়ক শ্রী সঞ্জিত কুমার, সদস্য সচিব পলাশ চন্দ্র রায়, সদস্য সুদীপ দাস সুদীপ্ত, আকাশ সাহাসহ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন ইউনিটের এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই