মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

স্নানোৎসব উপলক্ষে বন্দর ইউএনও’র মত বিনিময় সভা

সিটি নিউজ / ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

মহার্তীথ লাঙ্গলবন্দ স্নানোৎসব উপলক্ষে প্রশাসন কর্তৃক ঘোষিত কমিটির নেতৃবৃন্দের সাথে বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মোস্তাফিজুর রহমানের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) দুপুরে বন্দর উপজেলা পরিষদে মহার্তীথ লাঙ্গবন্দ স্নানোৎসব উপলক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বন্দর ইউএনও মো: মোস্তাফিজুর রহমান বলেন, এ লাঙ্গলবন্দ স্নানোৎসবে একবার অনাকাঙ্খিত ঘটনা ঘটেছিলো। সেই সময়ে বহু হতাহতের ঘটনাও ঘটেছিলো। আমরা আর এমন ঘটনা দেখতে চাই না। লাঙ্গবন্দ স্নান যেহেতু আমার এড়িয়ার মধ্যে, সেহেতু এক্ষেত্রে আমাদের দায়িত্বও অনেক। আমরা চাই অত্যান্ত শান্তিপূর্ণভাবে এবং উৎসমুখর পরিবেশে এ স্নানোৎসব সম্পন্ন হোক। আর এ জন্য আমাদের প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। তবে প্রশাসনের একার পক্ষে এ স্নানোৎসবকে সফল করার সম্ভব হবে না। এ জন্য আপনাদের সকলের সহযোগীতা প্রয়োজন।

মতবিনিময় সভায় প্রশাসন কর্তৃক ঘোষিত কমিটির উপদেষ্টা জয় কে রায় চৌধুরী বলেন, পাপ মোচনের আশায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো লাখো পুণ্যার্থী নর-নারীরা স্নানোৎসবে আসেন। এছাড়াও বিভিন্ন সমস্যা থেকে মুক্তি লাভের আশায়ও স্নানে আসেন পুণ্যার্থীরা। এসব পুণ্যার্থীরা যাতে প্রাণবন্তভাবে এবং নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে তাদের র্তীথটি পালন করতে পারে প্রশাসনের কাছে এটাই আমাদের চাওয়া। আমরা এ জন্য প্রশাসনকে সব ধরনের সহযোগীতা করতে প্রস্তুত আছি।

তিনি বলেন, পুণ্যার্থীদের যাতে ধরনের অসুবিধা না হয় এ জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা এবং বেশ কয়েকটি ঘাট দখল করে বালুর স্তুপগুলো অপসারন করা দরকার। পূর্বের স্নানোৎসবগুলোতে পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য প্রায় দু’ কিলোমিটার এলাকা সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রিত করা হতো। এবার যেন তার পরীধি বাড়ানো হয়। পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে ১৬টি ঘাটের নিরাপত্তা আরও জোরদার করতে হবে। প্রশাসনের মতও আমরা চাই না, এ স্নানোৎসবকে ঘিরে কোন ধরনের অপ্রীতিকর ও অনাকাঙ্খিত ঘটনা ঘটুক। সে জন্য প্রশাসন থেকে শুরু করে সকলকে সর্তক থাকতে হবে।

উপদেষ্টা শংকর সাহা বলেন, স্নানোৎসবে দেশ-বিদেশ থেকে প্রায় ৭-৮ লাখ পুণ্যার্থী অংশগ্রহণ করে। পূর্ব প্রস্তুতি ও সঠিক পরিকল্পনার অভাবে এত বৃহৎ সংখ্যক পুণ্যার্থীদের নিরাপত্তা দিতে অনেক সময় প্রশাসনকে হিমশিম খেতে হয়। আমি প্রশাসনকে অনুরোধ করবো, এবার যেন তা না হয়। দেশের এই সংকটময় পরিস্থিতির মধ্যেও এবারের উৎসব যাতে আরও প্রাণবন্ত হয় প্রশাসনের কাছে এটাই আমাদের চাওয়া।

মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, প্রশাসন কর্তৃক ঘোষিত কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট রাজীব মন্ডল, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ঋষিকেশ মন্ডল মিঠু, হিন্দু বৌদ্ধ খ্রির্স্টান কল্যান ফ্রন্টের জেলা শাখার সদস্য সচিব খোকন সাহা, শিবু দাস, হিন্দু মহাজোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন সাহা, সাংবাদিক বিজয় কাব্য, রিপন দাস, কার্ত্তিক ঘোষ, জনি ভৌমিক, তাপস সাহা, সুদিপ্ত দাস, সুমন সহ আরও অনেকে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই