শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

স্বাস্থ্য দিবসে শহরে এডাব ও ইউনেস্কোর র‍্যালি ও আলোচনা সভা

সিটি নিউজ / ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে এডাব নারায়ণগঞ্জ জেলা ও ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ জেলার আয়োজনে ও গ্রীণ ফর পীস, প্রভাত সমাজ কল্যাণ সংস্থা ও বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্কের সহযোগিতায় শহরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৭ এপ্রিল) সকাল ১১টায় শহরে ” My Health,My Right ” এ প্রতিপাদ্যকে সামনে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ এনজিওস নেটওয়ার্কের সহ সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম খাঁন, প্রভাত সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রঞ্জিত মন্ডল। পরে র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এডাব নারায়ণগঞ্জ জেলার সভাপতি প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আনন্দ কুমার সেরাওগী সুমনের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ জেলা ও গ্রীণ ফর পীসেন সভাপতি এস এম আরিফ মিহির।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র পাল, প্রভাত সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা লিটন চন্দ্র পাল, মানবাধিকার কর্মী ও এনজিও কর্মকর্তা রিচার্ড সৌরভ দেউরী, সমাজসেবক মনোতোষ হালদার বেনু।

 

আরও পড়ুন: অটিজম সচেতনতা দিবসে এডাব ও ইউনেস্কোর র‌্যালি ও আলোচনা সভা

 

আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের মাঝে সুস্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরার প্রয়াসে সচেতনতা কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে প্রতি বছর ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। ১৯৪৮ সালের এ দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বছর ‘আমার স্বাস্থ্য, আমার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালিত হচ্ছে।
শুধু দৈহিক বিষয় নয়, একজন ব্যক্তির মানসিক ও আবেগগত স্বাস্থ্যের যত্ন নেওয়াটাও গুরুত্বপূর্ণ এবং সার্বিক কল্যাণের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করাই এই দিবসের লক্ষ্য। বিশ্ব স্বাস্থ্য দিবসের বার্তা হচ্ছে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার মূল প্রতিপাদ্য হচ্ছে, সব মানুষ প্রয়োজনের সময় মানসম্মত চিকিৎসা সেবা পাবে এবং নাগরিকরা আর্থিকভাবে অসচ্ছল হলেও চিকিৎসা সেবা পেতে গিয়ে আরও দরিদ্র হয়ে পড়বে না। স্বাস্থ্য হলো জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) একটি অপরিহার্য অংশ। এসডিজির ৩.৮ টার্গেটে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার নিশ্চিত করার কথা বলা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, পরিচালক অরুন দেবনাথ, এডাবের নারায়ণগঞ্জ জেলার সদস্য মোঃ মোজাম্মেল হোসেন লিটন, কাজল বেগম,হাজী নাজির খান, গ্রীণ ফর পীসের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রনি, ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ জেলার সম্পাদকমন্ডলীর সদস্য অশোক সরকার, গোবিন্দ চন্দ্র দাস, বিপ্লব কুন্ডু, প্রশান্ত কুমার সাহা, মোহাম্মদ মাহমুদ হোসেন, বিকাশ সাহা, সুব্রত কুমার সাহা, জয়ন্ত সাহা পিংকু, গৌতম দত্ত, জীবন সাহা, বিপ্লব ঘোষ মনা, নিমাই চন্দ্র দে, পিন্টু রায়, ইন্দ্রজিৎ রায়, ভজন চন্দ্র দাস, মিঠুন দত্ত বিল্লু, প্রণয় সিংহ, তুলশী ঘোষ, নারী নেত্রী হাজেরা বেগম, কাজল বেগম,ইউনেস্কো ইয়ুথ ক্লাবের সহ সভাপতি মোঃ ওয়ালিউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক বিরাজ পাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, মোঃ ফারুক হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ ইউসুফ কবির, প্রকাশনা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয়, স্বাস্থ্য সম্পাদক মোঃ রেদোয়ান ইসলাম শুভ, অভিরাজ পাল চৌধুরীসহ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই