প্রয়াত সাংবাদিক তোফাজ্জল হোসেন স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক তোফাজ্জল হোসেন স্মরণ সভা নাগরিক পরিষদ ব্যানারে এ সভার আয়োজন করা হয়।
জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা মইনুদ্দিন আহমেদ সভাপতিত্ব এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর পরিচালনায় স্মরণসভায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মনিরুল ইসলাম রবি, মাসুকুল ইসলাম রাজীব, এবং কাউন্সিলর খন্দকার মাকসুদুল আলম খোরশেদ, ফতেহ রেজা রিপন, ডা.মজিবুর রহমান,নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার প্রধান, এবং আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন মন্টু। দৈনিক খবরের পাতার সম্পাদক মাহাবুবুরর রহমান মাসুম, দৈনিক খবর প্রতিদিন পত্রিকার সম্পাদক এস এম ইকবাল রুমি, প্রবীণ সাংবাদিক অহিদুল হক খান, এবং নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সবুজ,নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার ইউনিয়ন আহসান প্রবীণ সাংবাদিক আবুল হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সমন্বয়ক ফারহানা মুনা,নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আবদুল মোমিন,নারায়ণগঞ্জ জেলা ডক্টর ফোরামের সভাপতি ডাঃ আলী আশরাফ খান,মডেল গ্রুপের ডেভেলপমেন্ট জিএম মনির সরদার, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল, ফটো সাংবাদিক মুক্তার হোসেন, সিনিয়র সাংবাদিক আবু সাঈদ কাদরী, দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয়, সিটি নিউজ অনলাইন নিউজ পোর্টালের বার্তা সম্পাদক জুয়েল রানা, ফটো সাংবাদিক মেহেদী হাসান, ফটো সাংবাদিক হাবিব খন্দকারসহ পরিবারের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক অহিদুল হক খান তোফাজ্জল হোসেনকে স্মরণ করে বলেন, “তোফাজ্জল ছিলেন নারায়ণগঞ্জের এক সাহসী সাংবাদিক। তাঁর পত্রিকা ‘দৈনিক ইয়াদ’ ছিল নির্যাতিত মানুষের কণ্ঠস্বর। তিনি যা বিশ্বাস করতেন, তা নির্ভয়ে মুখে বলতেন এবং কলমে প্রকাশ করতেন।”
অহিদুল হক খান আরও বলেন, “তোফাজ্জলকে ‘ওয়ান ম্যান আর্মি’ বলা যায়। তিনি একাই একটি কলম নিয়ে নারায়ণগঞ্জের স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। মজলুমের পক্ষে দাঁড়ানোর ক্ষেত্রে তাঁর ভূমিকা অনন্য।
বিএনপি নেতা মাসুকুল ইসলাম রাজীব সভায় বলেন, আসলে তোফাজ্জল ভাই সাহসী না দুঃসাহসিক সাংবাদিক ছিলেন, এটা বিচার করা কঠিন। তার কাজের ধরন সবসময়ই ব্যতিক্রম ছিল। তোফাজ্জল হোসেন সাংবাদিকতার জগতে এক পরিচিত নাম। তার প্রতিবেদনের সাহসিকতা এবং সত্য উন্মোচনের অদম্য ইচ্ছা তাকে অনন্য করে তুলেছিল। অনেকেই তাকে সাহসিক সাংবাদিক হিসেবে উল্লেখ করলেও আমি মনেকরি তিনি ছিলেন ‘দুঃসাহসিক’ সাংবাদিক। তিনি নিজে সব সময় বলতেন, আমি কেবল সত্যের পাশে থাকতে চাই।
রাজীব আরও বলেন, “তিনি এমন কিছু বিষয় নিয়ে কাজ করতেন যা অনেকেই সাহস করতেন না। তার রিপোর্টিংয়ের জন্য অনেক সময় তাকে সমালোচনার শিকার হতে হয়েছে, কিন্তু তিনি কখনও পিছু হটেননি।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান বলেন, সত্য কথা কীভাবে বলতে হয় এবং কীভাবে লিখতে হয়, তা তোফাজ্জল ভাইকে না দেখলে কেউ বুঝবেন না। তিনি ছিলেন একজন সাহসী ও নির্ভীক কলমযোদ্ধা। যা বিশ্বাস করতেন, তা-ই লিখতেন। একমাত্র তিনিই সত্যকে নিখুঁতভাবে তুলে ধরতেন।
বক্তারা আরও বলেন, তোফাজ্জল হোসেন ছিলেন একজন নির্ভীক ও আদর্শবাদী সাংবাদিক, যিনি দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তার কলমের মাধ্যমে সমাজের অন্যায়, দুর্নীতি এবং শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার নিঃস্বার্থ কর্ম এবং সততা তাকে সাংবাদিকতার জগতে বিশেষ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে।
উল্লেখ, নারায়ণগঞ্জের বিশিষ্ট সাংবাদিক, লেখক, এবং ‘দৈনিক ইয়াদ’ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন (ডাক নাম: তরুণ) গত ২ জানুয়ারি ২০২৫ তারিখে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
১৯৬২ সালের ১ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কাশীপুর গ্রামে জন্মগ্রহণ করেন তোফাজ্জল হোসেন। তার পিতা ছিলেন মরহুম আলাউদ্দিন আহাম্মেদ এবং মাতা মরহুমা জাহানারা বেগম। তিনি কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। ১৯৭৮ সালে জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাশ করেন এবং পরে সরকারি তোলারাম কলেজে মানবিক বিভাগে ভর্তি হন। কলেজে অধ্যয়নকালে তিনি ডানপন্থী ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং ১৯৮১ সালে তোলারাম কলেজ ছাত্র সংসদ নির্বাচনে সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
স্কুলজীবন থেকেই সাহিত্যের প্রতি গভীর ভালোবাসা ছিল তার। তার ছড়া, কবিতা, এবং গল্প ঢাকার বিভিন্ন জাতীয় দৈনিক ও সাময়িকীতে প্রকাশিত হতো। বন্ধুমহলে সাহিত্যিক হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। ১৯৮২ সালে সাপ্তাহিক “কিশোর বাংলা” পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি হিসেবে সাংবাদিকতায় যোগদানের মাধ্যমে তিনি তার পেশাগত জীবন শুরু করেন। এরপর বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় তার দক্ষ ও সাহসী সাংবাদিকতা তাকে খ্যাতি এনে দেয়।
২০০৮ সাল থেকে তার সম্পাদনায় প্রকাশিত “দৈনিক ইয়াদ” পত্রিকা বস্তুনিষ্ঠ, সৎ, এবং সাহসী সাংবাদিকতার জন্য পাঠকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করে। তবে তার সাহসী লেখনী তাকে বারবার রাজনৈতিক অপশক্তি, অবৈধ সেনাশাসক এবং স্বৈরাচারী সরকারের রোষানলে ফেলেছিল। এর ফলে তাকে একাধিকবার কারাভোগ করতে হয়।
সাংবাদিক তোফাজ্জল হোসেনের প্রথম গ্রন্থ “কারাগারের বিচিত্র জীবন”, যা তার জীবনের কঠিন সময়ের অভিজ্ঞতা ও সংগ্রামের প্রতিফলন। সাহসী ও নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে তিনি সমাজের অন্যায়-অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে অবিচল অবস্থান নিয়েছিলেন।
সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ জানুয়ারি ২০২৫ তারিখে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে সাংবাদিক মহল, সাহিত্যিক সমাজ, এবং সাধারণ পাঠকরা গভীর শোক প্রকাশ করেছেন।
তোফাজ্জল হোসেন সাহসী সাংবাদিকতার যে মাইলফলক স্থাপন করে গেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার মৃত্যুতে নারায়ণগঞ্জ সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে।