ইংরেজী নববর্ষ উপলক্ষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের সুস্থতা কামনাসহ দেশবাসীর মঙ্গল কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০১ জানুয়ারী) রাতে বন্দর বাজার এলাকায় এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু এ দোয়া আয়োজন করে।
সভাপতির বক্তব্যে মিঠু বলেন, সেই দিনের কথা মনে হলে আজও শরীর শিহরে উঠে। আমরা তখন কোন শান্তিপূর্ণ কর্মসূচিও পালন করতে পারতাম না। শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গেলেও পুলিশ আমাদের উপর চড়াও হতো। আমাদের উপর নির্বিচারে লাঠিচার্জ করা হতো। আমরা সেগুলো ভুলি নাই। দীর্ঘ প্রায় ষোল বছর আমাদের উপর সৈরাচার সরকার ও তার পুলিশ বাহিনী যে অমানুষিক নির্যাতন চালিয়েছে তা বলে বুঝানো সম্ভব নয়। কিন্তু বর্তমানে দলে কিছু হাইব্রিড নেতারা প্রবেশ করছে। তাদের কারণে অনেক ত্যাগী নেতাকর্মীরা আজ কোনঠাসা হয়ে পড়ছে। কিন্তু আমরা তা হতে দেবো না।
তিনি বলেন, আমার নেতা নারায়ণগঞ্জের সবচেয়ে জনপ্রিয় নেতা জাকির খানের কড়া নির্দেশ। কোন ত্যাগী নেতাকর্মীদের যেন এক বিন্দু পরিমান অবহেলা না করা হয়। তিনি বলেছেন, ত্যাগীরাই একটি দলের মূল শক্তি। ত্যাগীদের কারণেই আজ আমরা নেতা হতে পেরেছি। তাই ত্যাগীদের মূল্যায়ন সবার আগে করতে হবে।
মিঠু বলেন, হাইব্রিড নেতাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলতে হবে। আর এ জন্য আমাদের সবাইকে যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন বা এখনও আছে ঐক্য গড়ে তোলতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে ওই হাইব্রিডরা আর দলে ভীড়তে পারবে না।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদল নেতা সজীব, বন্দর ২৩নং ওয়ার্ড বিএনপি নেতা আকবর সেইট, মহানগর মৎস্যজীবী দল নেতা মোঃ রিপন, মোঃ রহিম মোল্লা, মোঃ আসাদুল জামান সানী , বন্দর থানা মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাস্তান, যুগ্ম আহ্বায়ক পুষান্ত বর্মন, আল-আমিন, সদস্য সাদ্দাম, ২২নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি মোঃ ইমরান খান, মোঃ রুবেল হোসেন, সদস্য মনির, সুমন, মহিউদ্দিন, মনতাজ, জাহাঙ্গীর, ২৩নং ওয়ার্ড মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসান খোকন, সিনিয়র সহ সভাপতি মোঃ জাকির হোসেন, সহ সভাপতি কবির হোসেন, ২৩নং ওয়ার্ড বিএনপি নেতা হাজী নূর হোসেন, মোঃ রানা খান, রমজান, রশীদ, দেলোয়ার, নূরা, মামুন, মানিক, মিজান, আনোয়ার, মোস্তাক ও সাখানসহ আরও অনেক নেতাকর্মী।