বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি পদ প্রার্থী আলহাজ¦ বদিউজ্জামান বদু বলেছেন, নারায়ণগঞ্জের হোসিয়ারী শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। নয়ামাটি, উকিলপাড়া ও দেওভোগ মার্কেটসহ হোসিয়ারী পল্লিগুলোতে আগের মত ঘমঘম করবে পাইকাররা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকারদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। যাতে তারা এখানে এসে সহজে ব্যবসা বাণিজ্য করতে পারে। আমি এ জন্য আপনাদের সকলের সমর্থন চাই।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) দুপুরে শহরের উকিলপাড়া এলাকায় পুরো প্যানেল নিয়ে প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি এবং তার পুরো প্যানেল হোসিয়ারী ব্যবসায়ীদের কাছে ভোট প্রার্থণা ও দোয়া করেন।
বদু আরও বলেন, পাইকাররা যখন এখানে আসে বহু পাইকার ছিনতাই ও মলমপার্টিসহ বিভিন্ন দুস্কৃতিকারিদের হাতে শিকার হয়ে স্বর্বস্ব হারান। এ কারণে বহু পাইকার আমাদের নারায়ণগঞ্জের আসা কমিয়ে দিয়েছে। যারফলে হোসিয়ারী ব্যবসায়ীদের বহু লোকসানের কবলেও পড়তে হয়েছে। আমরা এসব আর হতে দেবো না। শক্তহাতে ওই দুস্কৃতিকারিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা যদি নির্বাচিত হই, তাহলে আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যেমে পাইকারদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। যাতে এখানে এসে তারা স্বাচ্ছান্দ্যে তাদের পন্য ক্রয়-বিক্রয় করতে পারেন। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, দয়াকরে আমাদের পুরো প্যানেলকে বিজয়ী করে হোসিয়ারী শিল্পের উন্নতির জন্য কাজ করার সুযোগ করে দিন।
এসময় উপস্থিত ছিলেন, সাধারণ গ্রুপের পরিচালন পদ প্রার্থী আব্দুস সবুর খান সেন্টু মনির হোসেন খান, মো.দুলাল মল্লিক, আতাউর রহমান, মো.মিজানুর রহমান, আলহাজ্ব মো.মনির হোসেন, হাজী মো.শাহীন, মো.আব্দুল হাই, বৈদ্যনাথ পোদ্দার, মো.মাসুদুর রহমান, মো.পারভেজ মল্লিক ও এসোসিয়েট গ্রুপ থেকে সাঈদ আহমেদ স্বপন, মো.নাসির শেখ, মো.বিল্লাল হোসেন, অনিল বাবু, হিরু শেখ ও নাসিম আহমেদ।