নারায়ণগঞ্জের শত বছরের ইতিহাস-ঐতিহ্যমাখা শিক্ষা প্রতিষ্ঠান মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ। ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ সকল আন্দোলন সংগ্রামে এ বিদ্যাপীঠের শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা ছিলো অনস্বীকার্য। শুধু তাই নয়, এ বিদ্যালয়ের বহু শিক্ষার্থী বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়ে সমাজ ও দেশের সেবা করে যাচ্ছেন বলে জানাগেছে।
আগামী ১২ মার্চ এ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ গভর্নিং বডির নির্বাচনে অভিভাবক সদস্য পদে একজন সংরক্ষিত নারী প্রার্থীসহ মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁরা হলেন, মো: আবদুল আউয়াল, ব্যালট নং-০১, মো: আলম পারভেজ, ব্যালট নং-০২, মো: পারভেজ আলম, ব্যালট নং-০৩, মো: শাহ জালাল শাকিল, ব্যালট নং-০৪, মো: হাবিবুর রহমান, ব্যালট নং-০৫ ও সৈয়দ হোসেন বক্স, ব্যালট নং-০৬। এছাড়া নারী প্রার্থী হলেন, নাজমা রহমান। এদিকে নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রার্থীদের ব্যাপক প্রচার প্রচারনা। প্রার্থীরা দিন-রাত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থণাসহ দোয়া কামনা করছেন।
সরেজমিনে দেখা গেছে, নির্বাচনী প্রচারণায় কোন প্রার্থী বসে নেই। সবাই যার যার অবস্থান থেকে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। তবে এদের মধ্যে অনেক প্রার্থীকেই একটু ধীর গতিতে এগুতে দেখা গেছে। তবে সব প্রার্থীদের চাইতে ০৬নং ব্যালট নিয়ে প্রচারণায় অনেকটাই এগিয়ে তরুণ সমাজ সেবক সৈয়দ হোসেন বক্স। তিনি প্রতিনিয়ত প্রতিটি ভোটটারদের বাড়ীতে বাড়ীতে গিয়ে তাদের কাছে ভোট প্রার্থণাসহ তাদের আস্থা অর্জনের চেষ্টা করে যাচ্ছেন। শুধু তাই নয়, ইতোমধ্যেই অনেক অভিভাবক তথা ভোটাররাও তরুণ এ প্রার্থীর উপর আস্থা রাখতে শুরু করেছেন। যারফলে অন্যান্য প্রার্থীদের চাইতে অনেক বেশি এগিয়ে থাকতে দেখা যাচ্ছে তাকে।
এ বিষয়ে সৈয়দ হোসেন বক্স বলেন, আমি অভিভাবক সদস্য পদে ০৬নং ব্যালটে নির্বাচনে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ্ নির্বাচিত হলে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করবো। শিক্ষাপ্রতিষ্ঠানটির শৌচাগার থেকে শুরু করে শিক্ষার্থীদের যাবতীয় সমস্যা সমধানের চেষ্টা করবো। পাশাপাশি সকল অভিভাবকদের দুর্ভোগ ও ভোগান্তি দূর করতে তাদের পরামর্শ নিয়ে অনুযায়ী কাজ করবো।
তিনি বলেন, আমি অভিভাবকদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমি কাজ করতে চাই। আমি আপনাদের ও শিক্ষার্থীসহ শিক্ষাপ্রতিষ্ঠানটির সকল সমস্যা সমাধান করে এর ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। আর তার জন্য প্রয়োজন আপনাদের সহযোগীতা ও সমর্থন। তাই আপনারা যদি আমাকে সমর্থন দেন এবং ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে ইনশাআল্লাহ্ আপনাদের সাথে নিয়েই আমি এ সকল সমস্যার সমাধান করেই ছাড়বো।