শহরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারী) সকালে শহরের ১৮নং ওয়ার্ডস্থ নলুয়াপাড়া এলাকায় এ কম্বল বিতরণ করা হয়। বিশিষ্ট তরুণ সমাজ সেবক কাজী সেজানের উদ্যোগে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবির জালাল উদ্দিন নলুয়া, বাংলাদেশ ফটো জার্নাালিষ্ট অ্যাসোসিয়েশনের সাবেক সহ সভাপতি শরফুদ্দিন আহমেদ বিটু, বিশিষ্ট সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব মো: সেলিম, নারায়ণগঞ্জ আইন কলেজের অধ্যক্ষ দক্ষিণ নলুয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ভূঁইয়া, ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজালাল সরদার, সাধারণ সম্পাদক আল আরিফ, সাংবাদিক মোক্তার হোসেন, বিএনপি নেতা ডা: জাকির, মো: রিপন, প্রয়াত বিএনপি নেতা এমএইচ মামুনের বড় ভাই এম মান্নান প্রমূখ।