সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা: মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামী এবাদুল্লাহ গ্রেফতার

সিটি নিউজ / ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

রূপগঞ্জ থেকে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামী এবাদুল্লাহ (৪৩)কে আটক করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (৭ মার্চ) রূপগঞ্জের গাউছিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত এবাদুল্লাহ হলেন, একই উপজেলার টাওড়া (তেলরদীটেক) এলাকার মৃত ফজলু মিয়া ও মৃত মরিয়ম বেগমের ছেলে।

র‌্যাব জানায়, ২০০০ সালের ০৫ জুলাই বুধবার রাতে এবাদুল্লাহ তার ০৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে যায়। পরবতীর্তে রাত ৩ টায় থেকে ৪টার মধ্যবর্তী সময়ে এবাদুল্লাহ এবং তার স্ত্রী লিপি আক্তারের কথায় কাটাকাটি-মারপিট শুরু হয়। এক পর্যায় এবাদুল্লাহ তার স্ত্রীর গলায় কাপড় পেচাইয়া শ্বাসরোধ করে হত্যা করে। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা মো. নজুম উদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব আরও জানায়, এ মামলায় ২৯ ফেব্রুয়ারি বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালত বিচার শেষে উক্ত আসামীকে মৃত্যুদন্ড প্রদান করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই