নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিমের মা মোসাম্মদ আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ.. রাজিউন)। আজ শনিবার (২২ ফেব্রুয়ারী) বেলা ১১টায় পশ্চিম দেওভোগ আদর্শ গ্রামস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তার এ মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন মরহুমার জ্যেষ্ঠ পুত্র সলিমুল্লাহ করিম সেলিম। তিনি জানান, আমার মা দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছিলেন। ডাক্তারের পরামর্শে এতদিন তিনি বাড়ীতেই চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আজ সকালে তিনি ইন্তেকাল করেন। আমি আমার মায়ের জন্য দোয়া চাই। আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন।
তিনি আরও জানান, আজ বাদ আসর একই এলাকার নিরালা বাইতুল আমান জামে মসজিদে মরহুমার জানাযার নাম অনুষ্ঠিত হবে। জানাযায় সকল সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধও জানান তিনি।
জানাযা শেষে মরহুমাকে মাসদাইর সিটি কবরস্থানে দাফন করা হবে।