নারায়ণগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশ বাধা দিয়েছে। ব্যানার ও মাইক কেড়ে নেয়া হলেও পুলিশের বাধা উপেক্ষা করেই মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। তবে কোন সংঘর্ষ বা সংঘাতের ঘটনা ঘটেনি।
নারায়ণগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিলে বাধা দিয়ে ব্যানার ও মাইক কেড়ে নেয় পুলিশ।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের কারামুক্তি, তাদের মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলের দাবিতে সারা দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল তিনটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে কালো পতাকা মিছিলের প্রস্তুতি নেয় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। তবে এর কয়েক ঘণ্টা আগে থেকেই সেখানে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ।
বিএনপির নেতাকর্মীরা রাস্তায় নেমে মিছিল করতে গেলে পুলিশ তাদের বাধা দিয়ে ব্যানার ও মাইক কেড়ে নেয়। এসময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশের ধাওয়ায় বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে প্রেসক্লাব ভবনের ভেতরে গিয়ে আশ্রয় নেন। পরে তারা প্রেসক্লাব ভবনের পেছনে বালুরমাঠ এলাকায় গিয়ে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও