বন্দরে নানা আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতী পূজা। বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকালে বন্দর ৩৫নং এস.এস শাহ্ রোড এলাকায় এ পূজা অনুষ্ঠিত হয়। বন্দরের ঐতিহ্যবাহী সংগঠন একতা সংঘের (প্রাক্তন বালক সমিতি) উদ্যোগে এ পূজার আয়োজন করা হয়। সংগঠনটি দীর্ঘ প্রায় ৪৩ বছর যাবৎ এ পূজার আয়োজন করে আসছে।
পূজা মন্ডপ ঘুরে সরেজমিনে দেখা গেছে, সরস্বতী দেবী পূজা উপলক্ষে মন্ডপে ভক্তবৃন্দ আর সাজ স্বজ্জাতে ছিলো ভরপুর। এছাড়াও মন্ডপে সকালে অঞ্জলী প্রদান, প্রসাদ বিতরণও করা হয়। বিকালে আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিলো এ পূজায়।
পূজার আয়োজন করেন, একতা সংঘের সভাপতি স্বপন রায়, সিনিয়র সহ সভাপতি হরি সাহা, সহ সভাপতি অঞ্জন কুমার দাস সেন্টু, সাধারণ সম্পাদক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু, সহ সাধারণ সম্পাদক জয় সরকার, হৃদয় সরকার, সঞ্জয় মন্ডল, হৃদয় বণিক, সাংগঠনিক পুষান্ত বর্মন, চয়ন বর্মন, সাগর বর্মন, জয় দাস, সদস্য নিলয়, পুলক, লিখন, সুভাস দাস, সীমান্ত মন্ডল, নিলয় চৌধুরী প্রমূখ।
এ বিষয়ে একতা সংঘের সাধারণ সম্পাদক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু বলেন, সরস্বতী পূজা মূলত শিক্ষার্থীদের পূজা নামেও বেশ পরিচিত। এ পূজা আয়োজনে অন্যান্যদের চেয়ে তরুণরাই সবচেয়ে বেশী শ্রম দিয়ে থাকে। প্রতি বছরের মত এবারও সুন্দরভাবে পূজা উদযাপন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।