৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে নারায়ণগঞ্জ চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা ও র্যালি ২০মে (সোমবার) বিকাল ৪.৩০টায় অনুষ্ঠিত হয়।
বিভিন্ন সাজসজ্জায় সজ্জিত হয়ে বর্ণাঢ্য র্যালিটি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় পরে মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর সড়কের পালকি কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি পিন্টু পলিকাপ পিউরিফিকেশন।
উদ্বোধন করেন নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল।
আলোচনা সভায়, সম – অধিকার ও সমমর্যাদার লড়াইয়ে এদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, আদিবাসী- উপজাতি ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী জনগোষ্ঠীর সর্ববৃহৎ মানবাধিকার ও অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সকল নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও মানবতাবাদী সকল মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নেতৃবৃন্দ । বক্তারা বলেন , মানবিক বাংলাদেশ,অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ বিনির্মাণে যেসব চ্যালেঞ্জ সামনে রয়েছে তা মোকাবেলা করে শান্তি, সমৃদ্ধি, সম্প্রীতি ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনাবাহী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তাছাড়া নেতৃবৃন্দ , সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর বোর্ড গঠন ও দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন , অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ,পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়নসহ ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকার নিকট জোর দাবি জানান।
আরও পড়ুন: লাঙ্গলবন্দে পুণ্যার্থীদের সেবায় না.গঞ্জ ঐক্য পরিষদ
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রিচার্ড সৌরভ দেউরী, প্রদীপ কুমার দাস, রতন মন্ডল,কিশোর দাস,অর্জুন দাস,সাংগঠনিক সম্পাদক অশোক সরকার,মহানগরের সহ সভাপতি বিকাশ সাহা,আগষ্টিন গোলদার,বিপ্লব ঘোষ মনা, বিশ্বজিৎ সাহা,সাংগঠনিক সম্পাদক অরুন দেবনাথ, বিপ্লব কুন্ডু, নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমন, সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগরের সভাপতি এড. অঞ্জন দাস,সাধারণ সম্পাদক রিপন কর্মকার, সোনারগাঁ উপজেলার সাধারণ সম্পাদক সহদেব দাস শিশির, বন্দর উপজেলার সভাপতি হরি সাহা, সাধারণ সম্পাদক সুজন দাস, আড়াইহাজারের সভাপতি সাংবাদিক হারাধন দে,সাধারণ সম্পাদক দুলাল রায়,জেলার সহ সাংগঠনিক সম্পাদক মিলন সরকার, কোষাধ্যক্ষ পিন্টু রায়, গোবিন্দ চন্দ্র দাস,মহানগরের সহ সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সাহা,অজয় সুত্রধর, সুব্রত সাহা, ১৪ নং ওয়ার্ড ঐক্য পরিষদের সভাপতি পংকজ রায়,সাধারণ সম্পাদক রঞ্জিত দাস, মহানগরের নেতা গৌতম দত্ত, কৃষ্ণপদ মজুমদার, সত্যরঞ্জন দেবনাথ, ভবন বর্মন,হিরন দাস,সুনীল দাস, হরিপদ পাল,১০ নং ওয়ার্ড ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ রায়,১১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক খোকন বিশ্বাস,বিপুল পোদ্দার,শংকর দে,সুমন ঘোষ,সজল রাজবংশী ,বন্দর যুব ঐক্য পরিষদের সভাপতি তুলশী ঘোষ, সাধারণ সম্পাদক জিতু দাস,সোনারগাঁ উপজেলার সভাপতি রাজীব দাস,সাধারণ সম্পাদক লিটন চন্দ্র ভৌমিক,রুপগঞ্জ উপজেলার সভাপতি বাবুল শীল,সাধারণ সম্পাদক প্রণব পাল, সদর উপজেলার সভাপতি সুমন ঘোষ, সাধারণ সম্পাদক অভিজিৎ মন্ডল শান্ত, আড়াইহাজারের সভাপতি সুকান্ত ভৌমিক অটল, মহানগর যুব ঐক্যের সাংগঠনিক সম্পাদক মিঠুন দত্ত বিল্লু, জ্যাকি নন্দী,সজীব ঘোষ,প্রণয় সিংহ,অমিত আচার্য্য, গোপাল রায়, রাজিব দাস,কিশোর দাস,রবি দাস,মিলন বিশ্বাস হৃদয়সহ নেতৃবৃন্দ।