শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবসে এডাব ও ইউনেস্কোর র‍্যালি

সিটি নিউজ / ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪ উপলক্ষে এডাব নারায়ণগঞ্জ জেলা ও ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ জেলার আয়োজনে ও গ্রীণ ফর পীস,প্রভাত সমাজ কল্যাণ সংস্থা, বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক ও ইলিকট্রিশিয়ান কল্যাণ সমিতির সহযোগিতায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে হতে এক র‍্যালি ২৬ জুন (বুধবার) সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
র‍্যালিটি মহানগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

শহীদ মিনারের সামনে এডাব নারায়ণগঞ্জ জেলার সভাপতি প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা মোঃ শামসুজ্জামান ভাষানী।
বক্তব্য রাখেন সহ সভাপতি এমএম মোশারফ হোসেন,বাংলাদেশ এনজিওস নেটওয়ার্কের পরিচালক হাজী নাজির খাঁন,প্রভাত সমাজ কল্যাণ সংস্থার পরিচালক অরুন দেবনাথ,এডাবের নারায়ণগঞ্জ জেলার সদস্য মোঃ মোজাম্মেল হোসেন লিটন,মোঃ তারেক হোসেন, গ্রীণ ফর পীসের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রনি।

 

আরও পড়ুন>>> বিশ্ব পরিবেশ দিবসে এডাব ও ইউনেস্কোর র‍্যালি

 

বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল হতে বাঁচাতে পরিবারসহ সমাজের সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্তানদের বাল্যকাল হতেই সৎসঙ্গ ও সুকর্মের পরামর্শ দিয়ে সচেতন করে তুলতে হবে। তাছাড়া মাদকমুক্ত সমাজ গঠনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কার্যকর প্রয়োগে সমাজের সর্বস্তরের মানুষকে আরোও সচেতন ও সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি মাদকাসক্তদের চিকিৎসা ও পুর্নবাসন নিশ্চিতকরন করার আহবান জানান বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ জেলার সম্পাদকমন্ডলীর সদস্য মোঃ মাহমুদ হোসেন, গোবিন্দ চন্দ্র দাস, বিপ্লব কুন্ডু, প্রশান্ত কুমার সাহা,সুব্রত কুমার সাহা, বিপুল পোদ্দার,অজয় বিশ্বাস রিপন, মোহাম্মদ আকতারুজ্জামান শান্ত, বিকাশ সাহা,অজয় সুত্রধর,নারায়ন বর্মন,জয়ন্ত সাহা পিংকু,গৌতম দত্ত,জীবন সাহা,সত্যরঞ্জন দেবনাথ,তুলশী ঘোষ, রঞ্জিত দাস,জিতু দাস,কার্তিক সূত্রধর, ভবন বর্মন,পংকজ রায়,পনির বর্মন,ইউনেস্কো ইয়ুথ ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এড. অঞ্জন দাস,বিরাজ পাল চৌধুরী,মিঠুন দত্ত বিল্লু,সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম,প্রকাশনা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয়,স্বাস্থ্য সম্পাদক মোঃ রেদোয়ান ইসলাম শুভ,অভিরাজ পাল চৌধুরী,প্রবাস বিশ্বাস,সজিব মজুমদার, সুজিত ভৌমিক, সুভাষ সাহা,মানিক বিশ্বাস,কুতুবউদ্দিন সুমন,রনি মল্লিক, নবী হোসেন, মোহাম্মদ আলম ও মোঃ পলাশসহ সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই