বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে রূপগঞ্জ উপজেলা বিএনপি।
সোমবার (০১ জুলাই) দুপুরে শহরের চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
এদিকে এ সমাবেশকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষে বিশাল শোডাউন করেছে রূপগঞ্জ উপজেলা বিএনপি। সমাবেশে যোগদান দিতে শহরের চাষাঢ়া বালুরমাঠ থেকে রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিশাল মিছিল বের করে। মিছিলটি শহরের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে যোগদান করে।
মিছিলে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এড. মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি হাজ্বী সেলিম, সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, আজিজ মাষ্টার, বাবুল আহমেদ, এড. হেলাল আহমেদ, হারুন মিয়াজি, সহ-সাধারণ সম্পাদক মনির মেম্বার, জলিল মিয়া, আইন বিষয়ক সম্পাদক আলম হোসেন, রিয়াদ হোসেন, রতন, রফিক আহমেদ, আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক এড. ওমর ফারুক নয়ন, জাসাসের প্রেসিডেন্ট সুমন, সাধারণ সম্পাদক মিসির আলি সহ কয়েক শতাধিক নেতাকর্মী।