বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। শনিবার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির পল্টন থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন।
তিনি বলেন, সাবেক পাটমন্ত্রীকে শান্তিনগরের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার এড়াতে তিনি সেখানে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে ডিবি পুলিশের একটি দল তাকে রাতে গ্রেফতার করে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি ওসি খালিদ।
এর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনা ও গোলাম দস্তগীর গাজীসহ ১০৫ জনের নামে হত্যা মামলা করা হয়।
এদিকে রূপগঞ্জে স্কুলছাত্র রোমান মিয়া হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এসময়ে আদালতে হেনস্তারও শিকার হয়েছেন সাবেক এই মন্ত্রী। বিক্ষুব্দ লোকজন উত্তেজিত হয়ে তার ওপর ডিম ছুড়ে মারেন ও কিল ঘুষি দেন।
রোববার (২৫ আগষ্ট) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন রূপগঞ্জ থানা পুলিশ স্কুল ছাত্র রোমান মিয়া হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় তার পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করা হয়। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ এর সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে সাবেক মন্ত্রী গাজীর বিচারের দাবিতে আদালতে আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন এবং বিচারের দাবিতে নানা স্লোগান দেন। এসময়ে আদালত পাড়ায় পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা জোরদার করা হয়।
প্রসঙ্গত: নবম, দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন গোলাম দস্তগীর গাজী।