নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইন বিষয়ক সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাজীব মন্ডল।
বুধবার (০৯ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’- এ মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসাথে উৎসব পালন করব। শারদীয় দুর্গোৎসব সবার জন্য কল্যাণ বয়ে আনুক- এটাই আমি প্রত্যাশা করি। দুর্গতিনাশিনী দেবী দুর্গা আমাদের সকলের সকল দুর্গতি নাশ করুন। পৃথিবীর সকল অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয় হোক। সকলকে আমার প্রাণপ্রিয় নেতা নারায়ণগঞ্জের অহংকার জাকির খানের পক্ষ থেকে জানাই শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। শুভ শারদীয়া।