বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

সিদ্ধিরগঞ্জে বার্মাস্ট্যান্ড ভূঁইয়াবাড়ী স্পোর্টিং ক্লাবের যাত্রা শুরু

সিটি নিউজ / ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয় নিয়ে সিদ্ধিরগঞ্জে যাত্রা শুরু হলো ‘বার্মাস্ট্যান্ড ভূঁইয়াবাড়ী স্পোর্টিং ক্লাব’র। শনিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নাসিক ৬নং ওয়ার্ডের বার্মস্ট্যান্ড এলাকায় এ ক্লাবের উদ্বোধন অনুষ্ঠিত হয়। মহানগর ছাত্রদল নেতা ইরফান ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্লাবের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইরফান ভূঁইয়া বলেন, সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করার সুযোগ করে দিতে হবে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনা সম্ভব। তাই খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে আজ এ স্পোর্টিং ক্লাবের যাত্রা শুরু হলো। আমি এ ক্লাবের পাশে থাকার জন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষদের আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, আজ বাংলাদেশ খেলাধুলার মাধ্যমে জাতীয় পর্যায়ে অনেক এগিয়ে। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। তাই সব শ্রেণি-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে। তবেই আগামী দিনে আমরা সুস্থ ও মেধাসম্পন্ন জাতি উপহার পাবো।

উদ্বোধন শেষে মো: মনির হোসেন ভূঁইয়াকে সভাপতি ও মো: নাছির আলীকে সাধারণ সম্পাদক করে বার্মাস্ট্যান্ড ভূঁইয়াবাড়ী স্পোর্টিং ক্লাবের ৩৩ সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র সহ সভাপতি মো: রেজাউল করিম, সহ সভাপতি মো: বাবুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মিন্টু মোল্লা, সহ যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম, সহ সাধারণ সম্পাদক মো: ফয়সাল ভূঁইয়া, কোষাধ্যক্ষ মো: তৌহিদ ভূঁইয়া, সহ কোষাধ্যক্ষ মো: আবু জাফার সাকিব, সাংগঠনিক সম্পাদক মো: মেজবা ভূঁইয়া, সহ সাংগঠনিক সম্পাদক মো: শেখ রনি, প্রচার সম্পাদক মো: গনি, সহ প্রচার সম্পাদক মো: তৌফিক হোসেন, যুব সম্পাদক মো: সৈকত, সহ যুব সম্পাদক মো: ইমন ভূঁইয়া, দপ্তর সম্পাদক মো: আরিফ ভূঁইয়া, সহ দপ্তর সম্পাদক মো: হেলাল উদ্দিন-১, ক্রীড়া সম্পাদক মো: সজল মিয়া, সহ ক্রীড়া সম্পাদক মো: সাইদুর রহমান সিফাত, মো: কাজী সাকিব, মো: বিল্লাল, ধর্ম বিষয়ক সম্পাদক ডা: মো: জাকির হোসেন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মো: ফাহিম, সদস্য মো: খোকন শেখ, মো: শিমুল প্রধান, মো: শামীম, মো: আপেল, মো: হাফেজ, মো: আলমগীর, মো: বুলু মিয়া, মো: রাজু মিয়া, মো: হেলাল মিয়া-২ ও মো: বিল্লাল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হাজী আক্তার হোসেন ভূঁইয়া, মো: পান্ডু হোসেন, হাজী দেলোয়ার হোসেন ভূঁইয়া, হাজী আসাদুজ্জামান, মো: ইয়ার হোসেন ভূঁইয়া, মো: বাবুল হোসেন, মো: সেলিম ভূঁইয়া প্রমূখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই