নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের কারামুক্তি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া চেয়েছেন একই সংগঠনের সাবেক সহ সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজন।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ দোয়া কামনা করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, যার হাত ধরে আমার রাজনীতিতে পদযাত্রা, আমার সেই প্রিয় নেতা মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। আমি তার দ্রুত সুস্থতা কামনা করেছি। পাশাপাশি তার সুস্থতার জন্য আমি নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া কামনা করছি। আপনারা সবাই আমার প্রাণপ্রিয় নেতার জন্য দোয়া করবেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের রাজনৈতিক মাঠে ফিরে আসতে পারে, আমিন।
প্রেস বিজ্ঞপ্তিতে রাজু আরও বলেন, আগামী ৮ জানুয়ারী সাব্বির হত্যা মামলার রায় ঘোষণার দিন। এ মামলায় ষড়যন্ত্রমূলক ভাবে নারায়ণগঞ্জের অহংকার আপামর জনসাধারণের প্রানপ্রিয় নেতা জাকির খানকে আসামী করা হয়েছে। ওইদিন যাতে এ মিথ্যা মামলা থেকে জাকির খান বেকসুর খালাস পান, আমি এ জন্যও সকলের কাছে দোয়া কামনা করছি।