নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের কারামুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বাদ জুম্মা নামাজের পর দেওভোগ সাকিম আলী জামে মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। স্থানীয় এলাকাবাসী এ দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়াটি পরিচালনা করেনে মসজিদের ইমাম মাওলানা তামিম বিল্লাহ্।
এ বিষয়ে জেলা যুবদলের সাবেক সহ সভাপতি পারভেজ মল্লিক জানান, আগামী ৮ জানুয়ারী সাব্বির হত্যা মামলার রায় ঘোষণার দিন। এ মামলায় ষড়যন্ত্রমূলক ভাবে জাকির খানকে আসামী করা হয়েছে। ওইদিন যাতে এ মিথ্যা মামলা থেকে জাকির খান বেকসুর খালাস পান, এ জন্যই মূলত দোয়ার আয়োজন করা। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, তারুণ্যে অহংকার তারেক রহমানের মামলা প্রত্যাহার ও তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনাসহ জাকির খানের সুস্থতা কামনায় দোয়া করা হয়েছে। দোয়া শেষে মাহফিলে অংশগ্রহণকারি সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সাকিম আলী জামে মসজিদের মোতয়াল্লি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, যুবদল নেতা সনেট আহমেদ ও মহানগর ছাত্রদল নেতা লিংরাজ খানসহ বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা।