দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির নব-গঠিত কমিটির সভাপতি কবির খান বলেছেন, আপনারা আমাকে নির্বাচিত করায় শুকরিয়া আদায় করছি। এই কমিটির যে কোন ব্যবসায়ীদের সমস্যায় আমি আপনাদের পাশে আছি থাকবো। আপনাদের নিয়ে এই পোশাক মার্কেট কমিটি আরো এগিয়ে নিয়ে যাবো। এই মালিক সমিতির একাধিক সমস্যা কথা শুনেছি, দ্রুত সময়ে সমাধান করে দেয়া হবে। দেওভোগ পোশাক ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাদাঁবাজী চেষ্টা করলে ছাড় দেয়া হবে না। মার্কেটের সকলেই আমরা একটি পরিবার হয়ে থাকবো।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে দেওভোগ মার্কেট প্রাঙ্গণে দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির নব-গঠিত কমিটির পরিচিত সভায় তিনি একথা বলেন।দেওভোগ পোশাক
প্রস্তুতকারক মালিক সমিতির নব-গঠিত কমিটির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ বলেছেন, এই পোশাক মার্কেট পাকিস্তান আমল থেকে নির্মিত। আসতে আসতে চলমানে এখন সারাদেশে এক নামে পরিচিত। প্রতিটি ব্যবসায়ীদের নিয়ম মেনে আমরা চলতে চাই। ভ্যাট ট্যাক্স পরিশোধ করে আমরা ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখতে চাই। দেওভোগে শুক্কুরকারী মসজিদ মহল্লার মানুষ সব সময় সহযোগিতা করে থাকেন। ৫ আগষ্ট মার্কেটের সামনে আওয়ামীলীগের অফিস জ্বালিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিলো। মার্কেটের ব্যবসায়ী ও মহল্লাবাসী সহযোগিতা আগুন জ্বালাতে পারেনি। বিগত ১৫ বছর ভুল ক্রটি কারণে দেওভোগ মার্কেট কমিটি যর্থাযথ কাজ করতে পারেনি। মার্কেটের বাথরুম ও পরিবেশ ভালো নেই কয়েকটি মার্কেটের। আমাদের নতুন কমিটি ভুল ক্রটি সমালোচনা না করে আমাদের কাছে তুলে ধরবেন। মার্কেট ও আশেপাশে যারা থাকেন সবাই আমরা একটা পরিবার।
নবাগত সভাপতির উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের ব্যবসায়ীদের একটি সমস্যা রয়েছে। দুই নম্বর রেলগেইটে সকালে আমাদের ব্যবসায়ী ভাইয়ের এসে নামেন। এসময় কতিপয় ছিনতাইকারী কবলে পড়ে সর্বত্র হারাতে হয়। শহরের নন্দীপাড়া, ২নং রেল গেইট মন্ডলপাড়া, কালীরবাজার, চাষাড়ায় দিনদুপুরে ছিনতাই করা হয়। কানের দুল মোবাইল টাকা পয়সা ছিনিয়ে যাওয়া হচ্ছে। ৫ আগষ্টের আগে এমন ঘটনা আবারো পূর্ণরাবৃত্তি রূপ ধারণ করছে। এগুলো চলতে থাকলে আমাদের অর্জিত অর্জন ধ্বংস হয়ে যাবে।
পারভেজ মল্লিকের সঞ্চালয়নায় সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিটিং এসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার, রফিকুল ইসলাম রফিক, মোহাম্মদ রতন, রাজীব মন্ডল, মোহাম্মদ জাকির হোসেন ফুটবলার, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ নজু দেওয়ান, রমজান হোসেন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ রানা মুন্সি প্রমুখ।