মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সফল সভাপতি এইচএম হোসেনের র্যালিতে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে বন্দর উপজেলা মৎস্যজীবী দল।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের সেন্ট্রাল খেয়াঘাট এলাকা থেকে মৎস্যজীবী দলের নেতাকর্মীরা মিছিলটি বের করে। মিছিলটিতে প্রায় শত শত নেতাকর্মীদের অংশগ্রহন করে। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেওভোগ আখড়ার মোড় এলাকা গিয়ে জেলা মৎস্যজীবী দলের মূল র্যালিতে যোগদান করে। এসময় নেতাকর্মীরা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান ও জাকির খানকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো: হাসান মাহমুদ, সিনিয়র সহ সভাপতি মো: রবিউল খান, সাধারণ সম্পাদক মো: রুবেল খান, সহ সভাপতি মো: মাহাতাব হোসাইন, মো: আরমান, মো: আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মামুন খান ও সাংগঠনিক সম্পাদক মো: রাজীবসহ আরও অনেক নেতাকর্মী।