মহান বিজয় দিবস উপলক্ষে লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে চাষাঢ়া বিজয়স্তম্ভে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে পূষ্পার্ঘ্য অর্পন করে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে শহরে একটি বিশাল র্যালি করে মহানগর বিএনপি। র্যালিকে কেন্দ্র করে মিশনপাড়া এলাকায় মহানগর বিএনপির হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। এদিন সকাল থেকেই মহানগর বিএনপির আওতাধীন বিভিন্ন পাড়া মহল্লা থেকে হাজার হাজার নেতকর্মী ও সমর্থক খন্ড খন্ড মিছিল নিয়ে ডিআইটি এলাকায় জড়ো হয়। সকল নেতাকর্মীরা জড়ো হওয়ার পর সেখান থেকে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বের করা হয় একটি বিশাল র্যালি। র্যালিতে থাকা হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা জাতীয় পতাকাসহ রঙ বেরঙয়ের ব্যানার ফ্যাস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে ‘আজকের এ দিনে জিয়া তোমায় মনে পড়ে, স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও ছালাম’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় হাজার হাজার নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা নগরী। পরে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া বিজয়স্তম্ভের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ্ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধানসহ প্রায় সহ¯্রাধীক নেতাকর্মী।