খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ‘বড়দিন’ উপলক্ষে নগরীর সাধু পৌলের গির্জায় গিয়ে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.সিদ্দিকুর রহমান উজ্জ্বল।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরের দিকে নগরীর বঙ্গবন্ধু সড়কস্থ সাধু পৌলের গির্জায় গিয়ে এ শুভেচ্ছা বিনিময় ছাড়াও কেক কেটে বড়দিনের আনন্দ ভাগ করে নেন উজ্জ্বল।
পরে তিনি সাংবাদিকদের বলেন, আজ যিশু খ্রিস্টের জন্মদিন। এ দিনটিকে আমাদের খ্রিস্ট ধর্মাবলম্বীরা খুব আনন্দের মধ্যদিয়ে পালন করে। আমরাও বিএনপির অঙ্গসংগঠন তাঁতীদলের পক্ষ থেকে এখানে উপস্থিত হতে পেরে সত্যিই আনন্দিত। আমরা সবাই এদেশের মানুষ। এটা সম্প্রীতির দেশ। আমরা চাই, এভাবে উৎসব মুখরভাবে প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবেন। সবাইকে বড়দিনের শুভেচ্ছা।
এ সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান ইমাম সম্রাট ও ফতুল্লা ইউনিয়ন যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ আরও অনেকে।