ফরিদপুরের গেরদায় ঢাকাগামী ট্রেনের সঙ্গে একটি প্রাইভেটকারের (হাইস-১২-১৩৩২ ঢাকা মেট্রো- চ) সংঘর্ষে নারায়ণগঞ্জের ৫ জন ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ৭ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে সদরপুর উপজেলার মুন্সিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, নিহতরা হলেন- শহরের ভূঁইয়াপাড়া এলাকার উম্মে মাহমুদা রিংকু, আতিফা রহমান ভুঁইয়া, মামুন চৌধুরী লিটন, সাজিয়া আফরিন সাজু, ও ফাহমিদা শারমীন মুন।
এছাড়া আহত হয়েছে, খুলনা আটরা ফকির পাড়া এলাকার শাহ আলমের ছেলে ও মাইক্রোবাসের ড্রাইভার নাজমুল ( ৩৩), বন্দর উপজেলার বজলুর রহমানের ছেলে সাদিরা আফরিন (৩০), ফরিদপুর কোতোয়ালী গেরদা এলাকার শেখ জালালের ছেলে শেখ জিন্নাহ (৬০) ও তাসরিন (১৬) (অজ্ঞাত)।
জানা গেছে, গেরদা থেকে একটি সড়ক রেলপথ অতিক্রম করে মুন্সিবাজার এলাকায় মিলেছে। এখানে অনুমোদিত রেলক্রসিং না হওয়ায় রেলবিভাগের কোনো তত্ত্বাবধান নেই। দুপুরে মধুমতী এক্সপ্রেস নামের ট্রেনটি খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল। মাইক্রোবাসটি (হাইস-১২-১৩৩২ ঢাকা মেট্রো-চ) গেরদা থেকে মুন্সিবাজারের দিক আসছিল। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। আহতদের হাসপাতালে পাঠানোর পর আরও দুজন মারা যান।
ফরিদপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সালমান হোসেন বলেন, দুপুর ১২টা ২৮ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছি। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি নিচের খাদে পড়ে যায়। সেটি উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।