বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি পদ প্রার্থী আলহাজ¦ বদিউজ্জামান বদু বলেছেন, আমি আগে যখন সভাপতি ছিলাম তখন হোসিয়ারী পল্লী খ্যাত নয়ামাটি থেকে বহু বিদ্যুৎ তাঁরের জঞ্জাল অপসারিত করেছিলাম। পোষাক কারখানাগুলোতে সার্বক্ষনিক বিদ্যুতের জন্য আলাদাভাবে দুটি ট্রান্সমিটার বসিয়েছিলাম। শুধু তাই নয়, কারখানাগুলোতে সুপিয় পানির জন্য পাম্প স্থাপন করেছিলাম। আজ সেই নয়ামাটি অগ্নিঝুঁকিতে পরিনত হয়েছে। এখানে কারখানার শ্রমিক থেকে শুরু করে ব্যবসায়ীদের তেমন কোন নিরাপত্তা নেই বললেই চলে। তাই আমরা বিজয়ী হলে এ নয়ামাটিকে প্রথমেই অগ্নি ঝুঁকিমুক্ত করবো। পাশাপাশি সকল ব্যবসায়ীদের নিরাপত্তা বৃদ্ধি জন্য কাজ করবো।
বুধবার (১৫ জানুয়ারী) দুপুরে শহরের নয়ামাটি এলাকায় পুরো প্যানেল নিয়ে প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি এবং তার পুরো প্যানেল হোসিয়ারী ব্যবসায়ীদের কাছে ভোট ও দোয়া প্রার্থণা করেন।
বদু আরও বলেন, আপনারা জানেন আজ হোসিয়ারী কমিউনিটি সেন্টার দখল হয়ে গেছে। এটা হোসিয়ারী সমিতির সম্পত্তি। এটা দখলমুক্ত করে হোসিয়ারী ব্যবসায়ীদের কাজে লাগানো হবে। বহু হোসিয়ারী ব্যবসায়ীদের যে কোন ইভেন্টে, সেটা তাদের ছেলে-মেয়েদের বিয়ের অনুষ্ঠান হোক বা অন্যকোন অনুষ্ঠান তাদেরকে সীমিত ফিতে বরাদ্ধ দেয়া হবে। মোট কথা হোসিয়ারী মালিকদের কল্যান হয়, সেই সমস্ত কাজ আমরা বিজয়ী হলে করবো।
এসময় উপস্থিত ছিলেন, সাধারণ গ্রুপের পরিচালন পদ প্রার্থী আব্দুস সবুর খান সেন্টু মনির হোসেন খান, মো.দুলাল মল্লিক, আতাউর রহমান, মো.মিজানুর রহমান, আলহাজ্ব মো.মনির হোসেন, হাজী মো.শাহীন, মো.আব্দুল হাই, বৈদ্যনাথ পোদ্দার, মো.মাসুদুর রহমান, মো.পারভেজ মল্লিক ও এসোসিয়েট গ্রুপ থেকে সাঈদ আহমেদ স্বপন, মো.নাসির শেখ, মো.বিল্লাল হোসেন, অনিল বাবু, হিরু শেখ ও নাসিম আহমেদ।