মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

ফতুল্লায় তিতাসের অভিযানে ৯০ হাজার টাকা জরিমানা আদায়

সিটি নিউজ / ৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

ফতুল্লায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কর্তৃপক্ষ।

রোববার (১৯ জানুয়ারী) দুপুরের দিকে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে ফতুল্লা থানাধীন পঞ্চবটি মর্ডান হাউজিং এলাকায় এ অভিযান পরিচালন করা হয়।

অভিযানে ৪০টি সংযোগ বিচ্ছিন্ন করা হয় যার মধ্যে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে ৬টি সংযোগ কিলিং করা হয়। মোট বিচ্ছিন্ন বার্ণার সংখ্যা প্রায় ৪০০টি আবাসিক ডাবল চুলা। উক্ত হাউজিং হতে অভিযানকালে ৩/৪” ব্যাস প্রায় ৩০০ ফুট বিতরণ পাইপ উচ্ছেদ করে জব্দ করা হয়।

এরপর মডার্ণ হাউজিং এর পাশে একজন গ্রাহকের অনুমোদিত ০৮ টি ডাবল চুলারস্থলে ২৮ টি ডাবল চুলা ব্যবহারের কারণে সংযোগটি বিচ্ছিন্ন করে বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাৎক্ষণিকভাবে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এর আগে একই থানাধীন পিলকুনি, নন্দলালপুর এলাকায় একটি মশার কয়েল প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযানকালে কয়েল প্রস্তুতের হিট চেম্বারে লাকড়ি ব্যবহার অবস্থায় পাওয়া যায়। অনেক খোড়াখুড়ি করে গ্যাসের সংযোগ পাওয়া যায়নি। অপরদিকে আলকোবা ওয়াশিং এ দীর্ঘক্ষণ প্রায় দেড় ঘন্টা অনুসন্ধান করে গ্যাস সংযোগের প্রমাণ পাওয়া যায়নি। উক্ত প্রতিষ্ঠানের কার্যক্রম অনুসারে গ্যাস সংযোগ থাকার সম্ভাব্যতা থাকায় প্রতিষ্ঠানটিকে মনিটরিং এ রাখা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন, জোবিঅ-ফতুল্লার ব্যবস্থাপক প্রকৌশলী মশিউর রহমান ও জোবিঅ-নারায়ণগঞ্জের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মো: ইমরানসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই