বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের নির্বাচন উপলক্ষ্যে শহরের উকিলপাড়া এলাকা গণসংযোগ করেছেন হোসিয়ারী মালিক ঐক্যজোটের মনোনীত সাধারণ গ্রুপের প্রার্থী আলহাজ¦ বদিউজ্জামান বদুর নেতৃত্বে পুরো প্যানেল। সোমবার (২০ জানুয়ারী) বেলা ১১টায় তিনি এ গণসংযোগ করেন।
এসময় ওই এলাকার সকল হোসিয়ারী মালিকরাও তার সাথে গণসংযোগে নেমে পড়ে। হোসিয়ারী মালিকদের মুখে একটাই কথা, ‘হোসিয়ারী শিল্পের উন্নয়নের জন্য বিশেষ করে হোসিয়ারী মালিকদের স্বার্থ রক্ষায় বদু তার জীবনের বেশিরভাগ সময় কাজ করেছেন। এখনও হোসিয়ারী ব্যবসায়ীদের যে কোন সমস্যার কথা শোনামাত্র তিনি ছুটে আসেন, সমাধান করেন। বিগত ফ্যাসিস্ট আমলেও তিনি আমাদের বিপদে আপদে পাশে থেকেছেন। তাই আমরা তাকেসহ তার পুরো প্যানেলকে বিজয়ী করে এর প্রতিদান দেবো।’
এদিকে গণসংযোগ শেষে বদিউজ্জামান বদু সাংবাদিকদের জানান, হোসিয়ারী শিল্পের জন্য আমি কি করেছি আর কি করিনি তা ভোটাররাই ভালো জানে। কারণ, আমি দীর্ঘ সময় ধরে তাদের সাথেই রয়েছি। তারা যেমন আমার খুব কাছের, তেমনি আমিও তাদের খুব কাছের। আর কাছের মানুষরাইতো বলতে পারবে আমি কেমন মানুষ? দীর্ঘ এতটা বছর তাদের সাথে পথ চলেছি, যদি তাদের জন্য ভালো কিছু করে থাকি, তাহলে তারা আমাকে অবশ্যই ভোট দিয়ে নির্বাচিত করবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। বাকিটা আল্লাহ্ ঠিক করবে। কারণ, সম্মান দেয়ার মালিক একমাত্র আল্লাহ্।
এসময় উপস্থিত ছিলেন, সাধারণ গ্রুপের পরিচালন পদ প্রার্থী আব্দুস সবুর খান সেন্টু মনির হোসেন খান, মো.দুলাল মল্লিক, আতাউর রহমান, মো.মিজানুর রহমান, আলহাজ্ব মো.মনির হোসেন, হাজী মো.শাহীন, মো.আব্দুল হাই, বৈদ্যনাথ পোদ্দার, মো.মাসুদুর রহমান, মো.পারভেজ মল্লিক ও এসোসিয়েট গ্রুপ থেকে সাঈদ আহমেদ স্বপন, মো.নাসির শেখ, মো.বিল্লাল হোসেন, অনিল বাবু, হিরু শেখ ও নাসিম আহমেদ।