বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

বদু প্যানেলের গণসংযোগে ব্যাপক সাড়া

সিটি নিউজ / ৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের নির্বাচন উপলক্ষ্যে শহরের উকিলপাড়া এলাকা গণসংযোগ করেছেন হোসিয়ারী মালিক ঐক্যজোটের মনোনীত সাধারণ গ্রুপের প্রার্থী আলহাজ¦ বদিউজ্জামান বদুর নেতৃত্বে পুরো প্যানেল। সোমবার (২০ জানুয়ারী) বেলা ১১টায় তিনি এ গণসংযোগ করেন।

এসময় ওই এলাকার সকল হোসিয়ারী মালিকরাও তার সাথে গণসংযোগে নেমে পড়ে। হোসিয়ারী মালিকদের মুখে একটাই কথা, ‘হোসিয়ারী শিল্পের উন্নয়নের জন্য বিশেষ করে হোসিয়ারী মালিকদের স্বার্থ রক্ষায় বদু তার জীবনের বেশিরভাগ সময় কাজ করেছেন। এখনও হোসিয়ারী ব্যবসায়ীদের যে কোন সমস্যার কথা শোনামাত্র তিনি ছুটে আসেন, সমাধান করেন। বিগত ফ্যাসিস্ট আমলেও তিনি আমাদের বিপদে আপদে পাশে থেকেছেন। তাই আমরা তাকেসহ তার পুরো প্যানেলকে বিজয়ী করে এর প্রতিদান দেবো।’

এদিকে গণসংযোগ শেষে বদিউজ্জামান বদু সাংবাদিকদের জানান, হোসিয়ারী শিল্পের জন্য আমি কি করেছি আর কি করিনি তা ভোটাররাই ভালো জানে। কারণ, আমি দীর্ঘ সময় ধরে তাদের সাথেই রয়েছি। তারা যেমন আমার খুব কাছের, তেমনি আমিও তাদের খুব কাছের। আর কাছের মানুষরাইতো বলতে পারবে আমি কেমন মানুষ? দীর্ঘ এতটা বছর তাদের সাথে পথ চলেছি, যদি তাদের জন্য ভালো কিছু করে থাকি, তাহলে তারা আমাকে অবশ্যই ভোট দিয়ে নির্বাচিত করবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। বাকিটা আল্লাহ্ ঠিক করবে। কারণ, সম্মান দেয়ার মালিক একমাত্র আল্লাহ্।

এসময় উপস্থিত ছিলেন, সাধারণ গ্রুপের পরিচালন পদ প্রার্থী আব্দুস সবুর খান সেন্টু মনির হোসেন খান, মো.দুলাল মল্লিক, আতাউর রহমান, মো.মিজানুর রহমান, আলহাজ্ব মো.মনির হোসেন, হাজী মো.শাহীন, মো.আব্দুল হাই, বৈদ্যনাথ পোদ্দার, মো.মাসুদুর রহমান, মো.পারভেজ মল্লিক ও এসোসিয়েট গ্রুপ থেকে সাঈদ আহমেদ স্বপন, মো.নাসির শেখ, মো.বিল্লাল হোসেন, অনিল বাবু, হিরু শেখ ও নাসিম আহমেদ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই