বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের নির্বাচন উপলক্ষ্যে শহরের নয়ামাটি, উকিলপাড়া ও দেওভোগ মার্কেটে গণসংযোগ করেছেন হোসিয়ারী মালিক ঐক্যজোটের মনোনীত সাধারণ গ্রুপের প্রার্থী আলহাজ্ব বদিউজ্জামান বদুর নেতৃত্বে পুরো প্যানেল। শনিবার (০১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তিনি এ গণসংযোগ করেন।
এসময় বদু প্যানেলের প্রচারণায় শত শত হোসিয়ারী ব্যবসায়ীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তারা বদু প্যানের পক্ষে ভোট প্রার্থণা করে সকলের দোয়া চান। বলেন, হোসিয়ারী জগতের উন্নয়নের জন্য বদু প্যানেলের বিকল্প নেই। আমরা অতিতেও দেখেছি বদু ভাই আমাদের পাশে থেকে কিভাবে হোসিয়ারী ব্যবসায়ীদের স্বার্থে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। তার অভিজ্ঞতা আমাদের প্রয়োজন আছে। তার উপর আমাদের অগাদ আস্থা রয়েছে। তাই আর কোন কিছু চিন্তা না করে বদু প্যানেলের সবাইকে বিপুলভোটে নির্বাচনের জন্যেও আহ্বান জানান হোসিয়ারী ব্যবসায়ীরা।
এসময় উপস্থিত ছিলেন, বৃহত্তর দেওভোগ মার্কেটের সভাপতি কবির হোসেন খান, সাধারণ গ্রুপের পরিচালন পদ প্রার্থী আব্দুস সবুর খান সেন্টু মনির হোসেন খান, মো.দুলাল মল্লিক, আতাউর রহমান, মো.মিজানুর রহমান, আলহাজ্ব মো.মনির হোসেন, হাজী মো.শাহীন, মো.আব্দুল হাই, বৈদ্যনাথ পোদ্দার, মো.মাসুদুর রহমান, মো.পারভেজ মল্লিক ও এসোসিয়েট গ্রুপ থেকে সাঈদ আহমেদ স্বপন, মো.নাসির শেখ, মো.বিল্লাল হোসেন, অনিল বাবু, হিরু শেখ ও নাসিম আহমেদ।